ফের বিদেশযাত্রার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়। ছবি: সংগৃহীত।
১৭ জানুয়ারির পর ফের ২৫ জানুয়ারি। বিদেশযাত্রার অনুমতি চেয়ে ফের আদালতের দ্বারস্থ জ্যাকলিন ফার্নান্ডেজ়। দিল্লির পটীয়ালা হাউস কোর্টে আবেদন বলিউড অভিনেত্রীর। অভিনেত্রীর আবেদনের ভিত্তিতে আবারও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে জবাব দেওয়ার নির্দেশ আদালতের।
কর্মসূত্রে ২৯ জানুয়ারি দুবাই যাত্রার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হন বলিউড অভিনেত্রী। ১৭ জানুয়ারি দিল্লি আদালতে নিজের আবেদন জানান জ্যাকলিন। অভিনেত্রীর আর্জির ভিত্তিতে ইডিকে জবাব দিতে বলে দিল্লি কোর্ট। দিন কয়েক আগে সেই আবেদন প্রত্যাহারও করে নেন ‘রাম সেতু’ খ্যাত তারকা। ২৫ জানুয়ারি ফের নতুন করে বিদেশযাত্রার আবেদন জানালেন জ্যাকলিন। ২৯ জানুয়ারি নয়, এ বার ২৭ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত বিদেশযাত্রার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ বলি তারকা। অভিনেত্রীর আবেদনের ভিত্তিতে এ বারও ইডিকে জবাব দেওয়ার নির্দেশ দেয় দিল্লির পটীয়ালা হাউস কোর্ট। খবর, ২৭ জানুয়ারি সিদ্ধান্ত জানাবে ইডি।
এর আগেও বিদেশযাত্রার অনুমতি চেয়ে আদালতে আর্জি জানান জ্যাকলিন। মা অসুস্থ, তাঁকে দেখতে যেতে চান— এই যুক্তিতে আদালতে আবেদন করেন তিনি। সম্প্রতি ২২ জানুয়ারি সেই আবেদনও প্রত্যাহার করেছেন অভিনেত্রী।
২০০ কোটির প্রতারণা মামলায় মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। গ্রেফতার হওয়ার পরে সুকেশকে জেরায় উঠে আসে তাঁর ‘বান্ধবী’ জ্যাকলিন ফার্নান্ডেজ়ের নাম। প্রতারণা মামলায় অভিযুক্ত হন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়। মামলার তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মামলা চলাকালীন অভিনেত্রীর উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করে আদালত। তার মধ্যেই আদালতের দ্বারস্থ বলিউড তারকা। আদালতে জ্যাকলিনের বিদেশযাত্রার আর্জির শুনানি আগামী ২৭ জানুয়ারি। সেই দিনই জানা যাবে, জ্যাকলিন আদৌ বিদেশযাত্রার অনুমতি পাবেন কি না।