Gossip

Gossip: বন্ধু থেকে প্রেমিকা, ‘জীবন সাথী’র খোঁজ পেয়েছেন অভিনেতা সায়ন!

বিচ্ছেদ আছে। প্রেমও! সায়ন-তিতলি আপাতত জমিয়ে প্রেম করছেন। আনন্দবাজার অনলাইনে সে সব ফাঁস করলেন সায়ন নিজেই

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ১৬:১৪
সায়ন কর্মকার-তিতলি আইচ।

সায়ন কর্মকার-তিতলি আইচ।

মোবাইলের রিং টোনে প্রেমের গান! নেটমাধ্যমও ইতিমধ্যেই ভালবাসার বার্তায় ছয়লাপ। শুধু এই? ইন্ডাস্ট্রিতে ঢি ঢি পড়ে গিয়েছে, বাস্তবেও ‘জীবন সাথী’ খুঁজে পেয়েছেন সায়ন কর্মকার। ‘কে আপন কে পর’ ধারাবাহিকে ‘জবা’র বৌমা ‘ইতু’ ওরফে তিতলি আইচের প্রেমে ভাসছেন তিনি! তিন দিন আগে জন্মদিন ছিল তিতলির। সেখানেই পর্দা ফাঁস। তিতলির ছবি দিয়ে সাজানো কেক, উপহারের রাশি নিয়ে তাঁর বাড়িতে হাজির সায়ন। সেই সব ছবি দিয়ে প্রেমিককে ‘কবুল’ও বলেছেন নায়িকা।

সত্যিই? জানতে যোগাযোগ করেছিল আনন্দবাজার অনলাইন। সায়ন আপাতত আকাশ আট চ্যানেলের নতুন ধারাবাহিক ‘শ্রেয়সী’র নায়ক। বিপরীতে অর্কজা আচার্য। দুপুরের খাওয়ার ফাঁকে ফোন যেতেই সটান জবাব, ‘‘হ্যাঁ, তিতলির সঙ্গে প্রেম আমার।’’ কে প্রথম কাছে এসেছেন? খাওয়া ফেলে স্মৃতিতে ডুব সায়নের, ‘‘কে আপন কে পর’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করতাম। সেখানেই বন্ধুত্ব। বন্ধুত্ব থেকেই গাঢ় প্রেম।’’ এখন দু’জনে দু’জনকে চোখে হারান। এবং প্রেম-প্রস্তাব সায়নকে আগে দিয়েছেন তিতলি!

Advertisement

তার কারণও ব্যাখ্যা করেছেন অভিনেতা। তাঁর কথায়, ইন্ডাস্ট্রিতে তাঁর কোনও বন্ধু নেই। পার্টি করেন না সায়ন। কাজ শেষ মানেই বাড়ি। কোথাও আড্ডা দেওয়ার ব্যাপার নেই। তিতলিও একই রকম। বন্ধু নেই বলেই তাঁদের বন্ধুত্ব হয়েছে সহজে। প্রেম দানা বাঁধতেও সময় নেয়নি! ইতিমধ্যেই মিঞা-বিবি একসঙ্গে ফ্যাশন ফটোশ্যুট করে ফেলেছেন। সায়নের আক্ষেপ, ‘‘তিতলিও আকাশ আট চ্যানেলের ‘মেয়েদের ব্রতকথা’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছে। একই চ্যানেলে আমরা। ‘শ্রেয়সী’ ধারাবাহিকেও যদি তিতলিই নায়িকা হত! রসায়ন আরও জমে যেত।’’

দুই পরিবারই জানে যুগলের প্রেম-কাহিনী। তা হলে শিগগিরিই সাতপাক? সায়নের কথায়, সবে প্রেম হয়েছে। ভালবাসার প্রতিটি মুহূর্ত তাঁরা উপভোগ করছেন। এ ভাবেই আপাতত তাঁরা থাকতে চান। পেশার দুনিয়ায় আরও উন্নতি করতে চান। তিতলি এখনও পড়ছে। সব গুছিয়ে নিয়ে তার পর বিয়ে।

Advertisement
আরও পড়ুন