Ranbir Kapoor

Ranbir Kapoor: এ বার হলিউডে রণবীর কপূর? জোর গুঞ্জন বলিউডে

বলিউডকে ‘অলবিদা’ জানাতে চলেছেন পর্দার সঞ্জু? ভয়ে আছেন অডিশন নিয়ে

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ জুন ২০২২ ২০:১৩
রণবীর কপূর

রণবীর কপূর

এ বার হলিউডে রণবীর কপূর? গুঞ্জন বি-টাউনে। কপূর পরিবারের এই চকোলেট বয় ইতিমধ্যে বি-টাউনে নিজের জমি পাকা করে নিয়েছেন। তবে কি বলিউডকে ‘অলবিদা’ জানাতে চলেছেন পর্দার সঞ্জু?সম্প্রতি মুম্বইয়ের এক সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে গুঞ্জন দানা বেঁধেছে বি-টাউনে। রণবীরের অনুরাগীরাও সত্যিটা জানতে উদগ্রীব হয়ে পড়েছেন। রণবীর এক অডিশনের প্রস্ততির কথা বলেছেন, যা নিয়ে তিনি বেশ ভয়ে আছেন। শুধু তাই নয়, হলিউডে ছবি করার স্বপ্ন তাঁর কোনওদিন ছিল না, এই কথাও বলেছেন। সেই না দেখা স্বপ্নই কি এখন বাস্তবে সত্যি হতে চলেছে? এই উত্তর এখনও মেলেনি। অনুরাগীদের সংশয়ে ফেলেছে রণবীরের আর একটি বক্তব্য। সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন, নিজের ভাষা ও সংস্কৃতির হাত ধরেই সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছনো সম্ভব। বিষয় যদি নিজের ঐতিহ্যের প্রতিফলন হয়, তা মানুষের মনকে স্পর্শ করতে বাধ্য।

Advertisement

১৪ এপ্রিল মহেশ কন্যা আলিয়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রণবীর। বিবাহিত জীবনের দু’মাস কেটে যাওয়ার পরে, কেমন কাটছে রণলিয়ার দাম্পত্য তা নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। আলিয়া এখন ওটিটি প্ল্যাটফর্মের এক সিরিজের কাজে লন্ডনে শ্যুটিং-এ ব্যস্ত। বিবির হলিউডে পাড়ি, উৎসাহ বাড়িয়েছে মিঞার, এমনটাও মনে করছেন কেউ কেউ।আর কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’। এই ছবিই এখন রণবীরের পাখির চোখ। অমিতাভ বচ্চন ও মৌনী রায়কেও দেখা যাবে এই ছবিতে। আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত এই ছবি। ছবির সাফল্য নিয়ে আশাবাদী রণবীরও। ‘ব্রহ্মাস্ত্র’-এ রণবীর-আলিয়াকে প্রথম পর্দায় একসঙ্গে কাজ করতে দেখা যাবে। বিয়ের পর এই জুটির কেমিস্ট্রি কতটা দর্শকের মন জয় করতে পারে, তাই নিয়েও কৌতূহল রয়েছে চরমে। তার মধ্যে রণবীরের হলিউড যাত্রার গুঞ্জনে দোলাচলে বি-টাউন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন