Roosha Chatterjee

Roosha Chatterjee : ‘নতুন শুরু’, অভিনেত্রী রুশার পোস্ট ঘিরে নানা জল্পনা

‘খেলাঘর’ ধারাবাহিকে এই মুহূর্তে অভিনয় করছেন তিনি। রুশা চট্টোপাধ্যায়। অভিনেত্রী পোস্ট ঘিরে ভক্তদের প্রশ্নের পাহাড়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জুন ২০২২ ১২:২৪
নতুন ধারাবাহিকে রুশা?

নতুন ধারাবাহিকে রুশা?

রুশা চট্টোপাধ্যায়, টলিপাড়ায় তাঁর পরিচয় শান্ত ভাল মেয়ে। এই মুহূর্তে খেলাঘর ধারাবাহিকে তাঁকে দেখছে দর্শক। রবিবার নায়িকার নেটমাধ্যমে পোস্ট ঘিরে শুরু যাবতীয় জল্পনার। পরনে শাড়ি, কপালে টিপ, খাঁটি বাঙালি সাজে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিতে লেখা ‘শুরু।’ আর এই লেখা ঘিরেই তৈরি হয়েছে নানা কৌতুহল। তবে কি নতুন কোনও ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন রুশা৷ নাকি ওয়েব সিরিজ, সিনেমা। রুশাকে দেখে বিভিন্ন দর্শকের নানা মন্তব্য। কেউ বলছেন ‘রোগা হয়েছ, নতুন ভাবে কোথায় আসছ?’, কেউ কেউ আবার জানিয়েছেন শুভেচ্ছা।

Advertisement

দর্শকের কৌতূহল মেটাতেই আনন্দবাজার অনলাইন যোগাযোগ করে অভিনেত্রীর সঙ্গে। এই নতুন কাজ প্রসঙ্গে অভিনেত্রী জানালেন, ‘‘না, নতুন কোনও ধারাবাহিক নয়। বাবা একটা নতুন কাজ শুরু করলেন। সেখানেই গিয়েছিলাম বাবার সঙ্গে। পুজো ছিল। সেই ছবিই পোস্ট করেছি।’’ বাবাকেও সাহায্য করার ইচ্ছা অভিনেত্রীর। আপাতত ‘খেলাঘর’ ছাড়া আর কোনও কাজের পরিকল্পনা নেই রুশার।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন