Sutapa Sikdar

Sutapa Sikdar: কোভিড আক্রান্ত ইরফান-পত্নী সুতপা, স্বামীর আত্মীয়াকে শেষ দেখা দেখতে পেলেন না তিনি

ফেসবুকে ইরফানের স্ত্রীর লেখা থেকে জানা যায়, মৃত্যুর আগের রাতে সুতপা ও তাঁর বন্ধুরা মিলে অভিনেতার জন্য তাঁর পছন্দের গান গেয়েছিলেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ১৭:৩৬
কোভিড পজিটিভ ইরফান খানের স্ত্রী

কোভিড পজিটিভ ইরফান খানের স্ত্রী

কোভিডের কবলে এ বার প্রয়াত অভিনেতা ইরফান খানের স্ত্রী সুতপা সিকদার। সংক্রামক ভাইরাসে আক্রান্ত হওয়ায় স্বামীর বৃদ্ধা আত্মীয়াকে তাঁর মৃত্যুশয্যায় শেষ দেখা দেখতে যেতে পারেননি। মঙ্গলবার সে কথা ফেসবুকে লি‌খে শোকবার্তা জানালেন বাবিল এবং অয়নের মা।

ইরফানের আত্মীয়াকে সুতপা ‘মুমানি সাব’ বলে সম্বোধন করেছেন পোস্টে। সেই লেখা থেকেই জানা গিয়েছে, সুতপাকে ‘সুতবা’ বলে ডাকতেন ‘মুমানি সাব’। সুতপা লিখেছেন, ‘আমি পজিটিভ শোনার পরেই বুঝতে পারলাম, দিনটি নেতিবাচকতায় ভরে উঠবে। মুমানি সাবের মুখে সব সময়ে হাসি লেগে থাকতে দেখেছি। আজ তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। ইরফান তাঁকে ভালবাসতেন। একই শহরে থেকেও তাঁকে দেখতে যেতে পারলাম না শেষ বারের মতো।’

Advertisement
আরও পড়ুন:
আরও পড়ুন:

গত ৭ জানুয়ারি ইরফানের ৫৫তম জন্মদিন পালন করেন সুতপা। ক্যানসার আক্রান্ত ইরফান ২০২০-র ২৯ এপ্রিল প্রয়াত হন। ফেসবুকে তাঁর স্ত্রীর লেখা থেকে জানা যায়, মৃত্যুর আগের রাতে সুতপা ও তাঁর বন্ধুরা মিলে অভিনেতার জন্য তাঁর পছন্দের গান গেয়েছিলেন।

Advertisement
আরও পড়ুন