Moinul Ahsan Noble

গায়ক নোবেলকে নিয়ে বিতর্ক জারি, এ বার কোন অভিযোগে তাঁকে আটক করল ঢাকা পুলিশ?

গায়ক নোবেলের বিরুদ্ধে জমা পড়েছে একাধিক অভিযোগ। শনিবার ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগ আটক করল গায়ককে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ মে ২০২৩ ১৩:২৯
Intelligence department of Dhaka Police has detained singer Moinul Ahsan Noble for questioning

শনিবার নোবেলকে আটক করেছে বাংলাদেশ গোয়েন্দা বিভাগের পুলিশ। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের বিতর্কিত গায়ক মইনুল আহসান নোবেলকে আটক করল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। বাংলাদেশের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, চার দিন আগে ঢাকার মতিঝিল থানায় গায়কের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়। সেই সূত্র ধরেই শনিবার নোবেলকে আটক করেছে গোয়েন্দা বিভাগের পুলিশ। এ প্রসঙ্গে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বাংলাদেশের সংবাদমাধ্যমকে বলেন, “গান গাওয়ার কথা বলে গান না গাওয়ায় নোবেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।”

সেই মামলার জন্যই কি গায়ককে আটক করা হয়েছে? তা জানা নেই বলেই জানিয়েছেন মতিঝিল থানার ওসি। শেষ কয়েক মাস ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নোবেল। প্রথমে কুড়িগ্রামের একটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান করতে গিয়ে ‘মত্ত’ অবস্থায় গায়কের ব্যবহার নিয়ে উঠেছিল নানা প্রশ্ন। এই কাণ্ডের পর স্ত্রী সালসাবিল মাহমুদের সঙ্গে আইনি বিচ্ছেদ হয় গায়কের। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন প্রাক্তন স্ত্রীও। শুধু তা-ই নয়, নোবেল নাকি নিজের মাকেও মারধর করেন। এমনটাই জানিয়েছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী।

Advertisement

ঢাকার পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মহম্মদ হারুন অর রশিদ বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে স্ত্রীও বেশ কিছু অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এ প্রসঙ্গে নোবেলের তরফ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Advertisement
আরও পড়ুন