Bratya Basu

Bratya Basu: ‘জীবনানন্দ’ হয়ে ব্রাত্য ফিরছেন বড় পর্দায়, চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি ‘ঝরা পালক’

ছবির কেন্দ্রে কবি জীবনানন্দ দাশের জীবনকথা। দুই বয়সের কবিকে পর্দায় ফুটিয়ে তুলেছেন মন্ত্রী ব্রাত্য বসু এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২১ ১৫:৩৬
‘ঝরা পালক: ছবির পোস্টার।

‘ঝরা পালক: ছবির পোস্টার।

অতিমারির ভয়, লকডাউন কাটিয়ে বাংলা বিনোদন দুনিয়া ফের স্বমহিমায়। নতুন বছরে আসছে হরেক স্বাদের নতুন ছবি। যার অন্যতম সায়ন্তন মুখোপাধ্যায়ের ‘ঝরা পালক’। পরিচালক আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, ২৫ ডিসেম্বর, বড়দিনে ছবি মুক্তির কথা ঘোষণা করবেন তিনি। ফেব্রুয়ারিতে মুক্তি পেতে পারে সায়ন্তনের ছবি। পাশাপাশি, সব ঠিক থাকলে আগামী কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হতে চলেছে ‘ঝরা পালক’।

ছবির কেন্দ্রে কবি জীবনানন্দ দাশের জীবনকথা। দুই বয়সের কবিকে পর্দায় ফুটিয়ে তুলেছেন মন্ত্রী ব্রাত্য বসু এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। কবির স্ত্রীর ভূমিকায় জয়া আহসান। এ ছাড়াও, গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দেবশঙ্কর হালদার, কৌশিক সেন, সুপ্রিয় দত্ত, বিপ্লব বন্দ্যোপাধ্যায় সহ একাধিক দাপুটে অভিনেতাকে।

Advertisement

২০১৭ সালের নভেম্বরে শ্যুট শুরু হয়েছিল ছবির। নানা কারণে ছবির মুক্তি ক্রমাগত পিছিয়েছে। তার পরেই অতিমারির থাবা। ফলে প্রেক্ষাগৃহে পৌঁছতে পারেনি ‘ঝরা পালক’। চার বছর আগে কলকাতায় ছবির শ্যুটে যোগ দিয়েছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া। সেই সময়ে আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন, ছবিতে তিনি কবি-পত্নী ‘লাবণ্য’। সেই দাম্পত্যের ধূসর অংশেরই কাহিনি ‘ঝরা পালক’। ছবি এবং চরিত্র দু’টিই আগামী দিনে তাঁর অন্যতম প্রিয় হয়ে থাকবে বলে তখনই জানিয়ে গিয়েছিলেন জয়া।

জয়া প্রসঙ্গে পরিচালকের বক্তব্য, ‘‘এই ছবিতেই জয়ার সঙ্গে প্রথম কাজ আমার। কবি-পত্নী লাবণ্যর চরিত্রের কথা বলতেই এক কথায় রাজি তিনি। দুই বয়সের কবির সঙ্গেই অভিনয় করতে দেখা যাবে জয়াকে।’’

পর্দায় ‘অল্পবয়সী’ জীবনানন্দ হিসেবে থাকছেন রাহুল। পরিণত কবির ভূমিকায় ব্রাত্য। দেবশঙ্কর কবি সজনীকান্ত দাশের চরিত্রে। কৌশিক সেন এবং সুপ্রিয় দত্ত বুদ্ধদেব বসু এবং নজরুল ইসলামের পর্দা-রূপে।

Advertisement
আরও পড়ুন