Tollywood

‘বেলাশেষ’-এর রঙিন আড্ডায় আর নেই সৌমিত্র, তবু মন খারাপ ভুলে উৎসবের আলিঙ্গন

সোমলতার গলায় ‘ও যে মানে না মানা’ শুনে মন খারাপ হয়ে গেল প্রযোজক নন্দিতা রায়ের। মনে পড়ে গেল ‘বেলাশেষে’-র কথা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ মার্চ ২০২১ ১৩:৩৮
Advertisement

সোমলতার গলায় ‘ও যে মানে না মানা’ শুনে মন খারাপ হয়ে গেল প্রযোজক নন্দিতা রায়ের। মনে পড়ে গেল ‘বেলাশেষে’-র কথা। সৌমিত্র চট্টোপাধ্যায়ের চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না তিনি। ‘ফাগুনও করিছে হা হা’-র সঙ্গে সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় সে ছবির মুহূর্তের স্মৃতিচারণ করলেন। মনে পড়ে গেল বেলাশেষে ঘরে ফেরার অনুসঙ্গ। ‘হামি’ ছবির দু’টি গান গেয়ে সকলের মনে আবার দোলের রং বুলিয়ে দিল খুদে শিল্পী রণিতা বন্দ্যোপাধ্যায়। মন খারাপ ভুলে ফের আনন্দে মাতলেন অতিথিরা। প্রথম বার উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে কাজ করছেন অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী। ভাল ছবি করার প্রশান্তি নিয়ে কথা বললেন তিনি। সোহিনী সরকারের গলায় বাংলাদেশের কবি মিজানুর রহমানের কবিতা শুনলেন অতিথিরা। তবে খুদে শিল্পী রক্তিম সামন্তকে আদর করা থেকে নিজেকে বিরত রাখতে পারছিলেন না সোহিনী।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement