Entertainment News

রবীনা ওকে বিয়ে করতে চাইত, আমি বলি ‘নিয়ে যা, হাড়ে হাড়ে টের পাবি’: গোবিন্দ-পত্নী সুনীতা

‘আন্দাজ় অপনা অপনা’, ‘আঁখিয়ো সে গোলি মারে’, ‘পরদেসী বাবু’র মতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন গোবিন্দ ও রবীনা। গোবিন্দের সঙ্গে আগে দেখা হলে নাকি তাঁকে বিয়েও করতেন অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ২০:৩৭
Govinda’s wife Sunita Ahuja said that Raveena Tandon wanted to marry the actor

গোবিন্দকে বিয়ে করতে চেয়েছিলেন রবীনা। ছবি: সংগৃহীত।

বলিউডে রয়েছে বহু অপরিণত প্রেম। তার মধ্যে একটি অবশ্যই গোবিন্দর প্রতি রবীনা টন্ডনের ভালবাসা। জানালেন স্বয়‌ং গোবিন্দের স্ত্রীর সুনীতা অহুজা।

Advertisement

‘আন্দাজ় অপনা অপনা’, ‘আঁখিয়ো সে গোলি মারে’, ‘পরদেসী বাবু’র মতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন গোবিন্দ ও রবীনা। গোবিন্দের সঙ্গে আগে দেখা হলে নাকি তাঁকেও বিয়েও করতেন অভিনেত্রী। তাঁদের রসায়ন নিয়ে সম্প্রতি সাক্ষাৎকারে কথা বলেন গোবিন্দ-পত্নী সুনীতা। তিনি বলেন, “রবীনা এখনও বলেন, ‘তোর সঙ্গে আগে দেখা হলে, তোকেই আগে বিয়ে করতাম।’ আমি ওঁকে বলেছি, ‘নিয়ে যা। তা হলে হাড়ে হাড়ে টের পাবি’।”

রবীনার সঙ্গে সখ্য পাতিয়েছিলেন সুনীতা। গোবিন্দের অন্য নায়িকাদের সঙ্গেও বন্ধুত্ব ছিল তাঁর। শিল্পা শেট্টি ও মনীষা কৈরালার সঙ্গে প্রায়ই দেখা হত সুনীতার। বিশেষত, ছবির শুটিংয়ের পরে দেখা করে খাওয়াদাওয়া করতেন তাঁরা। তবে এর পাশাপাশি সংসারের দায়িত্বও ছিল সুনীতার কাঁধেই। গোবিন্দ বিরামহীন ভাবে ছবির শুটিং করতেন। সেই সময়ে সন্তানদের দেখভাল করতেন সুনীতাই।

গোবিন্দের সঙ্গে বর্তমানে দাম্পত্যের সমীকরণ নিয়েও মুখ খুলেছেন সুনীতা। অভিনেতার স্ত্রী জানিয়েছেন, এখন তিনি এবং গোবিন্দ আলাদা থাকেন। সন্তানদের নিয়ে থাকেন সুনীতা। সেই বাড়ির বিপরীতে একটি বাংলোতে একা থাকেন গোবিন্দ। প্রতি দিনের কাজ সেরে বাড়ি ফিরে অভিনেতা নাকি বন্ধুদের সঙ্গে আড্ডায় ব্যস্ত থাকেন।

গোবিন্দ-পত্নী বলেন, ‘‘আমি ওকে বলেছি আগামী জন্মে ও যেন আমার স্বামী না হয়। ও কোথাও ঘুরতে যেতে চায় না। আমার তো রাস্তায় ওর সঙ্গে দাঁড়িয়ে একটু ফুচকা খেতেও ইচ্ছে করে। আমরা দু’জনে একসঙ্গে শেষ কবে একটা সিনেমা দেখতে গিয়েছি, সেটাও আমার মনে নেই।’’

Advertisement
আরও পড়ুন