গওহর খান।
অভিনেত্রী গওহর খানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। অভিযোগ, করোনার পরীক্ষার ফল পজিটিভ আসার পরেও শ্যুটিংয়ে গিয়েছেন অভিনেত্রী।
কোভিডে আক্রান্ত হওয়ার পরে নিয়ম অনুযায়ী, গওহরের নিভৃতবাসে থাকার কথা। কিন্তু বিএমসি-র আধিকারিকেরা অভিনেত্রীর বাড়িতে খোঁজ নিতে গেলে, তাঁকে সেখানে পাওয়া যায়নি।
মুম্বইয়ের সংবাদমাধ্যমকে বিএমসি-র এক আধিকারিক জানিয়েছেন, অন্ধেরিতে গওহরের বাড়িতে গেলে, তিনি দরজা খোলেননি। জানা গেল, বাড়িতে না থেকে তিনি শ্যুটিংয়ে গিয়েছেন। এর পরেই বিএমসি-র তরফ থেকে ওশিয়াড়া থানায় যোগাযোগ জানানো হয়।
গওহরের নাম না নিয়ে একটি টুইট করেছে বিএমসি। লেখা হয়েছে, ‘শহরের সুরক্ষার সঙ্গে কোনও সোমঝোতা নয়। কোভিড আক্রান্ত হওয়ার পরেও নিয়ম না মানার জন্য এক বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। নিয়ম সকলের জন্য এক। আমরা শহরবাসীদের অনুরোধ করছি কোভিডের নির্দেশিকা মেনে চলার এবং এই ভাইরাসকে হারাতে সাহায্য করার জন্য’।
বলিউডে ফের করোনার ছায়া। বিগত কয়েক দিনে আক্রান্ত হয়েছেন রণবীর কপূর, সঞ্জয় লীলা ভন্সালী, মনোজ বাজপেয়ী, তারা সুতারিয়া এবং সিদ্ধান্ত চতুর্বেদীর মতো তারকারাও।