Trp Rating Chart

TV Serial: আইপিএল-এ কোণঠাসা ছোট পর্দা! কোন ধারাবাহিক এ বার ‘বাংলা সেরা’?

আইপিএলে কোণঠাসা। তবু ছোট পর্দা আছে ছোট পর্দাতেই। ধারাবাহিকের রেটিং নিয়ে টানটান উত্তেজনা। ‘বাংলা সেরা’র তকমা নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ মে ২০২২ ১৬:১৬
‘গাঁটছড়া’

‘গাঁটছড়া’

চ্যানেলে চ্যানেলে বড় ধস। আইপিএল কোণঠাসা করে দিয়েছে সব ধারাবাহিককে। চলতি সপ্তাহে তাই রেটিং চার্টে আগের দাপট নেই শোলাঙ্কি, সৌমিতৃষা, গৌরব চট্টোপাধ্যায়, শন বন্দ্যোপাধ্যায়দের। গত সপ্তাহের তুলনায় অনেকটাই নম্বর কমেছে ‘গাঁটছড়া’, ‘মিঠাই’, ‘মন ফাগুন’, ‘গৌরী এল’, ‘পিলু’র। তার মধ্যেই ‘বৌমা একঘর’কে টপকে রাত সাড়ে ৮টায় স্লট লিডার ‘খেলনা বাড়ি’। একই সঙ্গে সবার কৌতূহল, নম্বর বিপর্যয়ের মধ্যেও রেটিং চার্টে ‘বাংলা সেরা’ কে?

Advertisement

টিআরপি নম্বর বলছে, এক নম্বরের ধারাবাহিকতা ধরে রেখেছে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের ‘গাঁটছড়া’। ৮.১ পেয়ে প্রথম সে। ঋদ্ধি-খড়ির ঝগড়া পছন্দ ছিল দর্শকদের। তাদের প্রেমও ছোট পর্দার সামনে বসিয়ে রাখছে সবাইকে। ৮.০ পেয়ে এই সপ্তাহেও দ্বিতীয় ‘মিঠাই’। ৭.৭ পেয়ে তৃতীয় স্থানে ‘ধুলোকণা’। একদা বাংলা সেরা ধারাবাহিকে লালন-ফুলঝুরির রসায়নে কি ভাটার টান? টেলিপাড়া বলছে, নতুন রসায়ন তৈরি করতেই সম্ভবত ধারাবাহিকে পা রাখছেন তথাগত মুখোপাধ্যায়।

নম্বর কমার হিড়িকে গত সপ্তাহের জায়গা ছেড়ে পঞ্চম স্থানে নেমে এসেছে ‘গৌরী এল’। গত সপ্তাহের মতোই চতুর্থ স্থানে ‘আলতা ফড়িং’। তার প্রাপ্ত নম্বর ৭.৫। ‘গৌরী এল’ পেয়েছে ৭.৪। বুধবার ৩০০ পর্ব ছুঁয়েছে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের আরও একটি ধারাবাহিক ‘মন ফাগুন’। রেটিং চার্টে এ সপ্তাহে সেটি সপ্তম স্থানে। ধারাবাহিকগুলিতে নম্বরের ফারাক কমায় তুলনায় ফারাক কমেছে স্টার জলসা, জি বাংলার মধ্যেও। বাকিরা কে, কোথায়? জানতে চোখ রাখুন রেটিং চার্টে—

গত সপ্তাহের তুলনায় অনেকটাই নম্বর কমেছে ‘গাঁটছড়া’, ‘মিঠাই’, ‘মন ফাগুন’, ‘গৌরী এল’, ‘পিলু’র।

গত সপ্তাহের তুলনায় অনেকটাই নম্বর কমেছে ‘গাঁটছড়া’, ‘মিঠাই’, ‘মন ফাগুন’, ‘গৌরী এল’, ‘পিলু’র। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

Advertisement
আরও পড়ুন