Anant Ambani Radhika Merchant Wedding

অম্বানীদের ডাকে এক পায়ে খাড়া বলিউড, প্রিয়ঙ্কা, হৃতিক, অনুষ্কারা ব্রাত্য রইলেন কেন?

নীতা অম্বানী-মুকেশ অম্বানীর ছেলের জীবনের বিশেষ দিনে এত তারকাদের ভিড়েও অনুপস্থিত বলিউডের কোন তারকারা?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৪ ১৮:৫৯
From Hrithik Roshan Priyanka chopra to Anushka sharma bollywood celebs who are missing from ambani bash

গ্রাফিক: সনৎ সিংহ।

ক’দিন ধরেই দেশের সংবাদমাধ্যমের একটা বড় অংশ ভিড় জমিয়েছিলেন জামনগরে। উপলক্ষ অনন্ত অম্বানী এবং তাঁর বাগ্‌দত্তা রাধিকা মার্চেন্টের প্রাক্‌-বিবাহের উদ্‌যাপন নাচে-গানে, হইহুল্লোড়ে, আনন্দে তিন দিনের উৎসবে মেতে উঠেছিল জামনগর। একে একে ফিরছেন অতিথিরা। অম্বানীদের অনুষ্ঠান মঞ্চে বলিউডের তিন খান শাহরুখ, সলমন, আমিরকে নাচতে দেখা যায় একসঙ্গে। উপস্থিত ছিলেন সারা পৃথিবীর নামীদামি ব্যক্তিত্ব। বলিউড পাড়ার বচ্চন পরিবার থেকে তিন খান, কপূরদের প্রায় গোটা পরিবার, অক্ষয় কুমার থেকে মাধুরী দীক্ষিত— কে যায়নি নীতা অম্বানী-মুকেশ অম্বানীর ছেলের জীবনের বিশেষ দিনের সাক্ষী হতে! এত তারকাদের ভিড়েও অনুপস্থিত বলিউডের একটা অংশ। হৃতিক রোশন, অনুষ্কা শর্মা, প্রিয়ঙ্কা চোপড়াদের দেখা নেই।

Advertisement

অম্বানীদের অনুষ্ঠানে যেতে পারেননি হৃতিক। শারীরিক অসুস্থতার কারণেই দেখা মেলেনি তাঁর। দিন কয়েক আগেই ক্রাচ নিয়ে একটি পোস্ট শেয়ার করেছিলেন অভিনেতা। আসতে পারেননি প্রিয়ঙ্কা চোপড়াও। যদিও অম্বানী পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে তাঁরও। গত বছর নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টারের উদ্বোধনের দিন স্বামী নিক জোনাসকে সঙ্গে নিয়ে আসেন অভিনেত্রী। তবে হাজির হন প্রিয়ঙ্কার মা মধু চোপড়া। দেখা মেলেনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কৃতি শ্যাননের। ওই সময় বন্ধুবান্ধব নিয়ে গুলমার্গ ঘুরতে গিয়েছিলেন তিনি। দেখা মেলেনি বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মারও। সদ্য লন্ডনে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। দম্পতি এখনও ইংল্যান্ডেই রয়েছেন। সেই কারণে এ বারটা অম্বানীদের অনুষ্ঠান মিস্ গেল তাঁদেরও।

Advertisement
আরও পড়ুন