ভক্তরা আইবুড়ো ভাত খাওয়ালেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। ছবি: ইনস্টাগ্রাম।
পর্দায় স্বামী ‘অনিকেত’-এর বিয়ে দিচ্ছেন। বাস্তবে বছর ঘুরলেই নিজে বিয়ে করবেন। আইবুড়োভাত খাওয়া শুরু হয়ে গিয়েছে। সেখানেই এক অভিনব ঘটনা। এক দল ভক্ত ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’-এর সেটে এসে ধুমধাম করে আইবুড়োভাত খাইয়ে গেলেন নায়িকা শ্বেতা ভট্টাচার্যকে! অভিনেত্রী নিজেও ভাবতে পারেননি, তাঁকে ঘিরে ভক্তদের উন্মাদনা এই জায়গায় পৌঁছবে। ‘আইবুড়ো ভাত’ খেয়ে তিনি যতটা খুশি ততটাই বিহ্বল।
“রজনীগন্ধার মালা, ধান-দূর্বা, চন্দন, প্রদীপ থেকে নবরত্ন পোলাও— ওঁরা কিছুই বাদ দেননি”, আনন্দবাজার অনলাইন যোগাযোগ করতেই ফোনের ও পারে শ্বেতা উচ্ছ্বসিত। থালা, বাটিতে থরে থরে সাজানো সাদা ভাত, পাঁচ রকম ভাজা, মাছ, মাংস, ডিম, পায়েস, দই, মিষ্টি। “আবার কী সুন্দর শাড়ি উপহার দিয়েছেন”, জানালেন অভিনেত্রী নিজেই। তবে এটুকুই নয়। শ্বেতার জন্য তার থেকেও বড় চমক অপেক্ষা করেছিল। এক জোড়া সোনার পলাবাঁধানোও উপহার পেয়েছেন তিনি। শ্বেতা জানিয়েছেন, তাঁর ভক্তদলের যিনি প্রধান তাঁর নাম সোমা, গড়িয়ার বাসিন্দা। তিনি আসার আগে ফোনে অভিনেত্রীর হাতের মাপ চেয়েছিলেন। তখনও শ্বেতা বুঝতে পারেননি, কী ঘটতে চলেছে।
নির্দিষ্ট দিনে এলাহি আয়োজন, “ওঁরা এত বড় বড় ব্যাগে সব গুছিয়ে এনেছিলেন। আয়োজনে কোনও ত্রুটি ছিল না।” অনেকেই আদর করে ‘বোন’ সম্বোধন করেন। সেই ডাকের মর্যাদা যে এ ভাবে রাখা হবে, স্বপ্নেও কল্পনা করেননি অভিনেত্রী। তাঁর মতে, জন্মদিনে ভক্তদের থেকে প্রচুর উপহার পান। আইবুড়োভাতে সোনার গয়না উপহার! আনন্দে সে দিন চোখে জল এসে গিয়েছিল তাঁর। তা হলে কি নিমন্ত্রিতের সংখ্যা বাড়ল? লাজুক কণ্ঠে জানালেন, যাঁরা এত সম্মান জানালেন তাঁদের বাদ দিয়ে বিয়ের কথা ভাবতে পারছেন না তিনি।