টেলিভিশনের পর্দায় আরও একবার তিনি
farah khan

Farah Khan: শিরীষের রসবোধ দেখেই ওকে বিয়ে করেছিলাম, বললেন ফারহা

ইন্ডাস্ট্রির বেশির ভাগ শিল্পীর সঙ্গে আমার বন্ধুত্ব রয়েছে। আমার নির্দেশনায় শিল্পীরা শুধু নাচেননি। আমার পরিচালনায় পারফর্মও করেছেন।

Advertisement
শ্রাবন্তী চক্রবর্তী
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২১ ০৮:৩৩
ফারহা

ফারহা

প্র: ছোট পর্দায় আপনাকে আগেও দেখা গিয়েছে। এই শোয়ে কী ভেবে এলেন?

উ: মনে হয়, করোনাভাইরাসের যন্ত্রণায় হাসতে ভুলে গিয়েছি আমরা। ‘জ়ি কমেডি ফ্যাক্টরি’ শোয়ের মাধ্যমে যদি মানুষকে একটু হাসাতে পারি, তবে মন্দ কী!

Advertisement

প্র: ইন্ডাস্ট্রিতে সকলের সঙ্গে আপনার সদ্ভাব রয়েছে। সেই কারণে কি রিয়্যালিটি শো করতে সুবিধে হয়?

উ: তিরিশ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এটা খুব ঠিক কথা, ইন্ডাস্ট্রির বেশির ভাগ শিল্পীর সঙ্গে আমার বন্ধুত্ব রয়েছে। আমার নির্দেশনায় শিল্পীরা শুধু নাচেননি। আমার পরিচালনায় পারফর্মও করেছেন। আমার গ্ল্যামার বা গুণ দেখে নয়, মানুষের সঙ্গে আমার সম্পর্কের ভিত্তিতেই হয়তো আমাকে এই ধরনের শোয়ে নেওয়া হয়।

প্র: কী ধরনের কমেডিতে আপনি স্বচ্ছন্দ নন?

উ: আমার পছন্দ হল কিশোরকুমার, মেহমুদ, গোবিন্দর কমেডি, যেখানে নির্ভেজাল হাসির খোরাক থাকে। রুচিহীন কমেডিতে আমার আগ্রহ নেই।

প্র: বাড়িতে তিন সন্তান রয়েছে। কোভিড-বিধি মেনে শুট করতে ভয় লাগছে না?

উ: আমার ভ্যাকসিন নেওয়া হয়ে গিয়েছে। তাই কিছুটা হলেও নিশ্চিন্ত। সেটে সব কিছু বাড়ি থেকে নিয়ে আসি। সলমন (খান) আমাকে কোভিডের পার্সোনাল কিট পাঠিয়েছে। সেটা ব্যবহার করছি। এ ছাড়া আমি নিজে বেশ সাবধানী। তবে আগে আমরা একসঙ্গে লাঞ্চ করতাম। সেটা এখন আর সম্ভব হয় না।

প্র: আপনার না শিরীষ কুন্দর, কার হিউমর বেশি ভাল?

উ: আমি শিরীষকে বিয়ে করেছিলাম, ওর সেন্স অব হিউমরের জন্য। কিন্তু এখন ওর চেয়ে আমাকে নিয়ে লোকজন বেশি জোকস বানায়। যেটা আমার পছন্দ নয় (হাসি)।

প্র: নতুন ছবি পরিচালনা করছেন না কেন?

উ: গত বছর আমার একটা ছবি বানানোর কথা ছিল। কিন্তু তা কোভিডের জন্য স্থগিত হয়ে যায়। এই মুহূর্তে বিজ্ঞাপন ও মিউজ়িক ভিডিয়ো পরিচালনা করছি। সেটা দারুণ উপভোগ করছি।

প্র: মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে আপনি সম্প্রতি বিজ্ঞাপনের শুট করেছেন। সেই অভিজ্ঞতা কেমন হয়েছিল?

উ: এই প্রথম ধোনির সঙ্গে আলাপ হল সেটে। কিন্তু কাজ করে মনে হল, অনেক বছর ধরেই ওকে চিনি। সকলের সঙ্গে মিশে যেতে পারে।

প্র: সোনু সুদের সঙ্গেও শুট করেছেন মিউজ়িক ভিডিয়ো। সেই অভিজ্ঞতা কেমন হয়েছিল?

উ: সোনুর সঙ্গে খুব ভাল সম্পর্ক আমার। মিউজ়িক ভিডিয়োয় পুরনো দিনের আমেজ ফিরে এসেছে। আলতাফ রাজার আইকনিক গান ‘তুম তো ঠেহরে পরদেশি’ কে ভুলতে পারেন! আরও কিছু মিউজ়িক ভিডিয়োর কাজ বাকি রয়েছে।

প্র: আপনার ছবি ‘ওম শান্তি ওম’-এর ‘দিওয়ানগি দিওয়ানগি’ গানটার মতো আর কেউ বানাতে পারলেন না কেন?

উ: এত অভিনেতাকে একসঙ্গে আনা মোটেও সহজ কাজ ছিল না। সুযোগ পেলে আবার চেষ্টা করব।

Advertisement
আরও পড়ুন