Eli Avaram

স্তনের উপর পর্দা টাঙানো? ‘উরফিও ওঁর চেয়ে কম হাস্যকর’! অভিনেত্রীকে দেখে হাসির ফোয়ারা

নগ্নপ্রায় অবস্থায় দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে জনরোষের শিকার হয়েছিলেন উরফি। বেলা হাদিদের কণ্ঠহার নকল করেও হাসির খোরাক হয়েছেন। কিন্তু এলির কীর্তিতে হতবাক উরফি-নিন্দকরাও!

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২২ ১৪:২১
‘ফ্যাশনিস্তা’কে টেক্কা দিয়ে এগিয়ে গেলেন সুইডিশ বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী এলি আব্রাম।

‘ফ্যাশনিস্তা’কে টেক্কা দিয়ে এগিয়ে গেলেন সুইডিশ বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী এলি আব্রাম। ছবি:ইনস্টাগ্রাম

কিম্ভূত পোশাক মানেই কি শুধু উরফি জাভেদ? ‘ফ্যাশনিস্তা’কে টেক্কা দিয়ে এগিয়ে গেলেন সুইডিশ বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী এলি আব্রাম। সম্প্রতি এক পুরস্কার অনুষ্ঠানে এলি গাড়ি থেকে নামতেই মুখ টিপে হাসাহাসি, বিদ্রুপের পাহাড়। চোখ গেল তাঁর পোশাকে। আলোকচিত্রীদের তোলা ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে নেটদুনিয়ায়। কী পরেছিলেন তারকা?

আসলে, নামেই গাউন। রেশমি সাদা দুটি ঝালর বসানো বস্ত্রখণ্ড ঝুলছিল তাঁর দুই স্তন থেকে। মনে হচ্ছিল, দুই স্তনচূড়া থেকে যেন ঝরনা নেমেছে। মাঝে স্পষ্ট তাঁর গভীর স্তনখাঁজ। সেই পোশাকের তরঙ্গ পায়ে পায়ে নিয়ে চললেন এলি। মাথায় টেনে বাঁধা চুল। এলির রূপে হেসেই খুন সকলে। নিন্দা করতে গিয়েও চলে এল উরফির প্রসঙ্গ। নিন্দকরা একজোট হয়ে মন্তব্য করলেন, “আমাদের উরফির ফ্যাশনও এর চেয়ে ভাল। বিপজ্জনক পোশাকেও তাঁকে মাঝেমাঝে ভাল দেখায়। কিন্তু এটা কী!”

Advertisement

গত মাসেই নগ্নপ্রায় অবস্থায় দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে জনরোষের শিকার হয়েছিলেন উরফি। বেলা হাদিদের কণ্ঠহার নকল করেও হাসির খোরাক হয়েছেন তার কিছু আগে। কিন্তু এলির পদক্ষেপে হতবাক উরফি-নিন্দকরাও। কী বলবেন ভেবে পাচ্ছেন না।

Advertisement
আরও পড়ুন