Bollywood Controversy

হাফপ্যান্ট পরে মন্দির চত্বরে! সমালোচনার ভিড় পেরিয়ে সিদ্ধিবিনায়কে কি পা রাখতে পারলেন একতা?

গণেশের ভক্ত তিনি। মাঝেমধ্যেই সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে যান। দিন কয়েক আগেই ফের সিদ্ধিবিনায়কেই দেখা গেল একতা কপূরকে। কিন্তু মন্দিরে কি ঢুকতে পারলেন জীতেন্দ্র-কন্যা?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৩ ১৯:০৪
Ekta Kapoor

প্রযোজক একতা কপূর। ছবি: সংগৃহীত।

বলিউডের এক সময়ের তারকা অভিনেতা জীতেন্দ্রর কন্যা তিনি। যদিও বিনোদন জগতে নিজেকে প্রতিষ্ঠা করেছেন নিজ মেধা ও পরিশ্রমের জোরে। টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক প্রযোজনার মাধ্যমে পথচলা শুরু একতা কপূরের। ছোট পর্দার সফরের পরে এখন বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন একতা। ‘ড্রিম গার্ল’, ‘বীরে দি ওয়েডিং’, ‘কাঁঠাল’-এর মতো ছবির প্রযোজনা করেছে তাঁর সংস্থা ‘বালাজি মোশন পিকচার্স’। সেই একতা কপূরই এ বার অনুরাগীদের রোষের মুখে পড়লেন। কী এমন করলেন জনপ্রিয় প্রযোজক?

Advertisement

গণেশের ভক্ত হিসাবে পরিচিত একতা কপূর। মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরেও মাঝেমধ্যেই দেখা যায় তাঁকে। দিন কয়েক আগেও সেখানেই গিয়েছিলেন একতা। পরনে কমলা রঙের বর্ষাতি, মাথায় টুপি, চোখে রোদচশমা। পায়ে স্নিকার্স ও কালো রঙের হাফপ্যান্ট পরেই সিদ্ধিবিনায়ক মন্দিরের চত্বরে দেখা গিয়েছিল তাঁকে। এই পোশাকে একতার ছবি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনার ঝড়। ধর্মীয় স্থানের জন্য এমন পোশাক কি আদৌ উপযুক্ত? প্রশ্ন তোলেন নেটাগরিকরা। ওই পোশাক পরে সিদ্ধিবিনায়ক মন্দিরে একতার প্রবেশ করা নিয়েও সমাজমাধ্যমের পাতাতেই ঘোর আপত্তি তোলেন তাঁরা। যদিও তাঁদের আপত্তিকে বিশেষ পাত্তা দেননি একতা। ওই পোশাকেই মন্দির কর্তৃপক্ষের এক ব্যক্তির সঙ্গে মন্দিরের ভিতরে প্রবেশ করেন তিনি। আরাধ্যকে পুজো দিয়েই বেরিয়ে এসেছেন ছোট ও বড় পর্দায় নামজাদা প্রযোজক।

আগেও একাধিক বার নিজের পোশাক সংক্রান্ত কারণে সমালোচনার মুখে পড়েছেন একতা। তাঁর চেহারার সঙ্গে মানানসই পোশাক নির্বাচন করতে নাকি অপারগ তিনি, এমন বিরূপ মন্তব্য করতেও ছাড়েননি নেটাগরিকরা। যদিও নেটদুনিয়ার এমন সমালোচনায় কখনই কান দেননি একতা। নিজের শর্তে বাঁচেন তিনি। আগামী দিনেও তেমন ভাবেই জীবনযাপন করবেন তিনি, তা নিয়ে প্রত্যয়ী একতা। চলতি মাসেই মুক্তি পেতে চলেছে বালাজির পরবর্তী প্রযোজনা ‘ড্রিম গার্ল ২’।

আরও পড়ুন
Advertisement