পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিককে নিয়ে ফিরছেন সৃজিত মুখোপাধ্যায়? ছবি: সংগৃহীত।
সৃজিত মুখোপাধ্যায়ের একটি পোস্ট। সেখানে মুখোমুখি প্রযোজক শ্রীকান্ত মোহতা। ছবির বিবরণীতে তিনি নেটাগরিকদের ভাবা ‘প্র্যাকটিস’ করতে বলেছেন। হ্যাঁ, এ ভাবেই বুঝি তিনি তাঁর পরের ছবির আগাম আভাস দিলেন! সৃজিতের লেখা অনুযায়ী, “অনুমান করুন, কোন সিক্যুয়েল নিয়ে আলোচনা চলছে?” তার পরেই ছোট্ট ইঙ্গিত, “ভয় পেও না আনন্দ কর।” এই ‘আনন্দ কর’ নামটা সৃজিতের ছবির অনুরাগীদের যে ভীষণ চেনা! তাঁর তৃতীয় ছবি ‘হেমলক সোসাইটি’র নায়ক ‘আনন্দ কর’। এই চরিত্রে অভিনয় করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। বিপরীতে ‘মেঘনা’ কোয়েল মল্লিক।
যাঁরা ইঙ্গিত অনুমান করতে পেরেছেন তাঁরা ‘হেমলক সোসাইটি ২’ ফিরছে, এই আনন্দেই মাতোয়ারা। সঙ্গে এক রাশ কৌতূহল, ‘আনন্দ কর’ ফিরলে কি ‘মেঘনা’ও ফিরবেন? কিন্তু ‘মেঘনা’ ওরফে কোয়েল যে সদ্য দ্বিতীয় বার মা হলেন! তিনি কি এখনই শুটিংয়ে ফিরতে পারবেন? সে ক্ষেত্রে কি নতুন নায়িকা বাছাই করা হবে? নাকি, পুরোটাই নায়ক নির্ভর ছবি হবে? সৃজিত ধোঁয়াশা ছড়িয়ে যথারীতি চুপ। সবিস্তার জানতে যোগাযোগ করা হয়েছিল আনন্দবাজার অনলাইনের তরফে। তবে তিনি নীরব। একই ভাবে নীরব শ্রীকান্ত মোহতাও। পরমব্রত অবশ্য উত্তর দিয়েছেন। তাঁর কথায়, “সবটাই সৃজিত জানেন।”
বেশ কিছু দিন ধরে টলিউডে গুঞ্জন, নিজের একাধিক জনপ্রিয় ছবির সিক্যুয়েল নিয়ে ফেরার ভাবনায় জাতীয় স্তরের পরিচালক। ঝুলিতে ‘হেমলক সোসাইটি’র সঙ্গে নাকি ‘ভিঞ্চিদা’-ও রয়েছেন। ফলে, কোন ছবির পাল্লা ভারী তাই নিয়ে চর্চা চলছিল। সৃজিত যেন দায়িত্ব নিয়ে সেই পর্বের জট কাটানোর পথে। গুঞ্জনে পরোক্ষে সিলমোহর পড়তেই রসিকতায় মেতেছে টলিপাড়া। নায়িকার দ্বিতীয় বার মা হওয়া আর ‘হেমলক সোসাইটি’র দ্বিতীয় বার ফেরা একই দিনে! অল্প সময়ের ব্যবধানে। পুরোটাই কাকতালীয়?