(বাঁ দিক থেকে) অদিতি পোহানকর, অনন্যা সেন, লাবণী সরকার। ছবি: ফেসবুক।
বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন রাজ চক্রবর্তী। তাঁর প্রথম হিন্দি সিরিজ় ‘পরিণীতা’। রাজের জনপ্রিয় বাংলা ছবি ‘পরিণীতা’র হিন্দি রূপান্তর হলেও কাহিনীর বিস্তার, চিত্রনাট্য এবং অভিনেতা বাছাইয়ে আমূল বদল। বাংলায় ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে ঘিরে গল্প এগিয়েছিল। বাবাইদার (ঋত্বিক) মৃত্যুর প্রতিশোধ নেবে মেহুল (শুভশ্রী)। এখানেই ছবি শেষ। এই হিন্দি সিরিজ়ের গল্পের শুরু এখান থেকেই। মুখ্য চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়, অদিতি পোহানকর। পুজোর পর থেকে প্রযোজক-পরিচালক তাঁর প্রথম হিন্দি সিরিজ়ের শুটিং শুরু করবেন, এই সমস্ত খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার অনলাইন। সেই অনুযায়ী শনিবার সকাল থেকে দক্ষিণ কলকাতার এক বনেদি পুরনো বাড়িতে অদিতি, লাবণী সরকার, অনন্যা সেন, প্রীতি সরকারকে নিয়ে শুটিং শুরু করলেন তিনি। তারও সাক্ষী একমাত্র আনন্দবাজার অনলাইন।
দেশপ্রিয় পার্কের কাছে তালগুড় শিল্প সমবায় সমিতির বাড়িটি দক্ষিণ কলকাতাবাসীরা ভাল মতো চেনেন। সেখানেই চার অভিনেত্রীকে নিয়ে শুটিং শুরু পরিচালকের। বিস্কুটরঙা গোল গলার টি শার্ট আর থ্রি কোয়ার্টার প্যান্টে রাজ ব্যস্ত শুটিং ফ্লোরে। লাবণী সেজেছেন কোরা রঙের গঙ্গা-যমুনা পাড়ের তাঁতের শাড়িতে। খোলা চুল, কপালে সিঁদুরের টিপ ঘেঁটে গিয়েছে। মুখেচোখে শোকের ছাপ স্পষ্ট। টেকনিশিয়ান, নিরাপত্তারক্ষী মিলিয়ে জমজমাট আয়োজন। রাজ একবার মনিটরে দেখছেন। পর ক্ষণেই মাইকে নির্দেশ দিচ্ছেন বাকিদের। প্রসঙ্গত, বাংলা ‘পরিণীতা’য় মেহুলের মায়ের ভূমিকায় ছিলেন তুলিকা বসু। হিন্দিতে সেই চরিত্রে লাবণী। মেহুলের দুই বান্ধবীর ভূমিকায় অনন্যা ও প্রীতি।
দেখতে দেখতে বেলা গড়িয়ে দুপুর। বাইরে রোদের ঝাঁজ ক্রমশ কমছে। সকাল থেকে টানা শুটিংয়ের পর দুপুরের খাওয়ার অবসর। খবর, শনি, রবি, সোমবার— তিন দিন এখানেই শুটিং করবেন রাজ। জানা গিয়েছে, ২০ অক্টোবর থেকে শুটিংয়ে যোগ দেবেন শঙ্কর চক্রবর্তী, রোশনি ভট্টাচার্য। শুটিং হবে হাওড়া ব্রিজ, উত্তর কলকাতার অনেকটা জুড়েও। পরবর্তী শুটিং হবে দার্জিলিংয়ে। টলিউড অভিনেতাদের পাশাপাশি দেখা যাবে একাধিক বলিউড অভিনেতাকেও। যেমন, সুমিত ব্যস আর প্রিয়াংশু পাইনুলিকে দেখা যেতে পারে। সুমিতকে সম্ভবত দেখা যাবে খলনায়কের চরিত্রে। যে চরিত্রে বাংলা ছবিতে অভিনয় করেছিলেন গৌরব চক্রবর্তী। ছবিতে নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের এক নীরব প্রেমিকের ভূমিকায় দেখা গিয়েছিল আদৃত রায়কে। সেই ভূমিকায় দেখা যেতে পারে প্রিয়াংশুকে।
২৯ জুলাই সন্ধ্যায় হাওড়া ফুলঘাটে হিন্দি ‘পরিণীতা’ সিরিজ়ের শুটিং শুরু করেন রাজ। খবর, প্রচার ঝলকের শুটিং দিয়েই কাজ শুরু করেন তিনি। সিরিজে়র কথা প্রথমে অস্বীকার করলেও রথযাত্রার দিন সমাজমাধ্যমে রাজ হিন্দি ‘পরিণীতা’র আনুষ্ঠানিক ঘোষণা করেন। হিন্দি সিরিজ়টির ক্যামেরার দায়িত্বে গৈরিক সরকার। সম্পাদনায় ‘এলএসডি২’ খ্যাত পারমিতা ঘোষ। গল্প এবং চিত্রনাট্যে অনেকটাই বদল ঘটানো হয়েছে। গল্প লিখেছেন এক মরাঠি লেখক।