রাজ-শুভশ্রী।
খেলে জিততে মরিয়া ব্যারাকপুরের শাসকদলের প্রার্থী রাজ চক্রবর্তী। নাম ঘোষণার দিন থেকেই ‘যুদ্ধং দেহি’ মনোভাব। সামাজিক পাতায় প্রচারের পাশাপাশি হাতের তালুর মতো চেনা ব্যারাকপুরে রীতিমতো ঘাঁটি গেড়েছেন সেখানকার ভূমিপুত্র। সেই সঙ্গে ঈশ্বরের আশীর্বাদও জরুরি। তাই ২১-এর ভোটযুদ্ধে জিততে জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে তিনি সস্ত্রীক পুরীতে।
রাজ-শুভশ্রী যখনই যা করেন ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। এক মাত্র প্রেম পর্ব ছাড়া সবটাই তাঁরা মেলে ধরেছেন সামাজিক মাধ্যমে। পুরী যাওয়ার কথাও প্রকাশ্যে এসেছে ‘রাজশ্রী’র সামাজিক পাতা থেকেই। জগন্নাথ ধাম, পুজো, সমুদ্র সৈকত, দল বেঁধে হইচইয়ের ছবি ফলাও করে রাজ শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। একই ভাবে শুভশ্রীর ইনস্টাগ্রাম স্টোরি বলছে, সকাল সকাল তাঁরা রওনা দেন গাড়িতে। নির্দিষ্ট সময়ে পৌঁছে যান জগন্নাথ ধাম। বিধি মেনে পুজো দিয়েই সকলে মিলে জলের ধারে।
শাসকদলের ঘনিষ্ঠ রাজ আগের নির্বাচনে মুখ্যমন্ত্রীর প্রচারসঙ্গী ছিলেন। ‘‘এ বার দলই বলল, নেপথ্যে আর নয়। সামনে এসে কাজ কর। দিদিও টিকিট দিলেন। আমি তাই নির্বাচনে’’, প্রার্থী তালিকা নাম ওঠার পরেই পরিচালক জানিয়েছিলেন আনন্দবাজার ডিজিটালকে।