Eken Babu

যেখানে ‘একেন’ সেখানেই বিভ্রাট! পুজোমুক্তির বদলে কবে, কোথায় আসছেন জয়দীপ-অনির্বাণ?

প্রথমে ইজ়রায়েল। তার পর রাশিয়া। দু’জায়গাতেই এই মুহূর্তে শুটিং সম্ভব নয়। তা হলে পর্দায় ‘একেনবাবু’ কবে দেখা দিচ্ছেন?

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জুন ২০২৪ ১৬:২৮
Image Of Joydeep

জয়দীপ-অনির্বাণ জুটি কবে, কোথায়? নিজস্ব চিত্র।

মহা সমস্যায় ‘একেনবাবু’! ভেবেছিলেন, দেশ ছাড়িয়ে বিদেশে যাবেন। সেখানে রহস্যের সমাধান করবেন। তাঁর সেই ইচ্ছেয় নাকি জল ঢেলে দিয়েছে পরিস্থিতি। পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, অবস্থা দেখে মনে হচ্ছে, এ বারের পুজোয় বড় পর্দায় আসতে পারবেন না 'একেন'। বদলে হয়তো শীতে ওয়েব সিরিজ়ে আসতে পারেন। বড় পর্দার জন্য দর্শককে আগামী বাংলা নববর্ষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Advertisement

এ বছরের শুরু থেকে বাংলা বিনোদন দুনিয়া জানত, ২০২৪-এর পুজোর ছবির তালিকায় ‘একেন বাবু’ থাকবে। ছবির শুটিং হবে বিদেশে। হাতের কাজ সেরে পরিচালক জয়দীপ টিম নিয়ে রেকি করতে বেরিয়ে যাবেন। যেমন গুঞ্জন ছড়িয়েছে, তেমনটা বাস্তবে হল কই? জয়দীপ তাঁর আগামী কাজ ‘মিসিং লিঙ্ক’-এর শুটিংয়ের জন্য নির্দিষ্ট সময়ে রেকিতে বেরোতেই পারেননি। এটি যদি ছবি পিছনোর একটি কারণ হয়, তবে নেপথ্যে আরও কারণ রয়েছে। পরিচালকের কথায়, ‘‘আমাদের সকলের ইচ্ছে, একেন বিদেশ যাবে। সেই অনুযায়ী পদ্মনাভ দাশগুপ্ত পটভূমিকায় প্রথমে ইজ়রায়েল রাখলেন। খোঁজ নিয়ে দেখা গেল, সেখানে এখন শুটিং করা যাবে না। তখন পটভূমি বদলে হল রাশিয়া। এখন শুনছি, সেখানেও নাকি শুটিং সম্ভব নয়।’’

অতঃকিম? জয়দীপের মতে, ‘একেনবাবু’ এ বছর দেখাই দেবেন না— এটা কাম্য নয়। ফের পটভূমিকা বদলে তাঁকে অন্যত্র নিয়ে যাওয়াও সময়সাপেক্ষ। তাই সব দিক বিচার করে ঠিক হয়েছে, এ বছর ওয়েব সিরিজ়েই ফিরুন গোয়েন্দা। সেটিও আসতে আসতে শীত হয়ে যাবে। যে গল্প এ বছরের পুজোয় বড় পর্দায় আসার কথা ছিল, তার জন্য দর্শককে আগামী বছরের জন্য অপেক্ষা করতে হবে। পরিচালকের রসিকতা, ‘‘‘একেন’-এর জন্য মনে হচ্ছে বাংলা নববর্ষই শুভ।’’

Advertisement
আরও পড়ুন