২০১৪ থেকে প্রেম অব্রে ও জেফের। ছবি: সংগৃহীত।
বছরের শুরুতেই অঘটন। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পরে ২০২১ সালে বিয়ে করেছিলেন অভিনেত্রী অব্রে প্লাজার ও পরিচালক জেফ বেনার। ৩ জানুয়ারি লস অ্যাঞ্জেলসের বাড়িতে উদ্ধার হয় পরিচালক তথা লেখক জেফের ঝুলন্ত দেহ। জেফের বয়স হয়েছিল ৪৭। এই ঘটনায় স্তম্ভিত দম্পতির অনুরাগীরা। প্রাথমিক তদন্ত বলছে, জেফ আত্মঘাতী হয়েছেন। নিজেকে উভকামী ঘোষণা করেছিলেন অব্রে। তার পরে ২০১৪ সাল থেকে তিনি সম্পর্কে ছিলেন জেফের সঙ্গে । কিন্তু ২০২১-এর মে মাসেই স্বামীর সঙ্গে প্রথম পোস্ট করেন অব্রে। স্বামীর সঙ্গে এটিই তাঁর একমাত্র পোস্ট। এই পোস্ট সমাজমাধ্যমে হঠাৎ ভাইরাল। জেফকে উৎসাহ জুগিয়ে অব্রে লিখেছিলেন, “আমার প্রিয় স্বামীর জন্য গর্ব বোধ করছি।” জেফের ছবির সাফল্যে সেই পোস্টে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রী। অন্য দিকে জেফ কোনও দিনই সমাজমাধ্যমে তেমন সক্রিয় নন।
অব্রের সেই পোস্টে অনুরাগীদের একজন লিখেছেন, “আপনার বড় ক্ষতি হল। অসাধারণ মনের মানুষ ছিলেন জেফ।” মায়ামিতে জন্ম জেফের। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র নিয়ে প়ড়াশোনা করেছিলেন তিনি। পড়াশোনা শেষ করে লস অ্যাঞ্জেলসে এসে কাজ শুরু তাঁর। জেফের পরিচালিত স্বাধীন চলচ্চিত্রের মধ্যে অন্যতম— ‘দ্য লিটল আওয়ার্স’। এছাড়াও তাঁর পরিচালিত ছবির মধ্যে রয়েছে ‘স্পিন মি রাউন্ড’, ‘হর্স গার্ল’। এ ছাড়াও ‘কাস্ট অ্যাওয়ে’, ‘হোয়াট লাইজ বিনিথ’-এর মতো ছবির প্রযোজনা-সহায়ক হিসাবেও কাজ করেছিলেন। চিত্রনাট্যকার হিসাবে জেফ কাজ শুরু করেন ২০০৪ সালে। তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘লাইফ আফটার বেথ’ মুক্তি পায় ২০১৪ সালে। এই ছবির অন্যতম চরিত্রে ছিলেন অব্রে নিজেই।
অন্য দিকে অবেরে অভিনয় করেছেন ‘দ্য হোয়াইট লোটাস’, ‘মাই ওল্ড অ্যাস’, ‘এমিলি দ্য ক্রিমিনাল’, ‘দ্য টু ডু লিস্ট’, ‘ব্ল্যাক বিয়ার’ ইত্যাদি। কৌতুকশিল্পী হিসাবেও পরিচিতি রয়েছে অব্রের।