Diljit Dosanjh Kolkata Concert

কলকাতায় দিলজিৎ, শনিবারের অনুষ্ঠানের আগে অনুরাগীর কাতর আর্জি শুনে কী করলেন গায়ক?

কলকাতায় দিলজিতের অনুষ্ঠান দেখতে চেয়ে কাতর আর্জি অনুরাগীর। তাঁর ডাকে সাড়া দিয়ে কী লিখলেন গায়ক?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৪:৪৮
দিলজিৎ দোসাঞ্জ।

দিলজিৎ দোসাঞ্জ। ছবি: সংগৃহীত।

কলকাতায় দিলজিৎ দোসাঞ্জ। ২৭ নভেম্বর শহরে পা রেখেছেন তিনি। আগামী শনিবার তাঁর গানের অনুষ্ঠান কলকাতায়। দিল্লি, জয়পুর, হায়দরাবাদ, আমদাবাদ, লখনউ, পুণে ঘুরে এ বার তিলোত্তমায় দিলজিৎ। এমনিতেই দিলজিতের প্রায় প্রতিটি অনুষ্ঠানের টিকিট নিয়ে মারামারির উপক্রম। যাঁরা টিকিট পান তাঁরা যেমন উচ্ছ্বাস প্রকাশ করেন, অন্য দিকে টিকিট না পেলে ক্ষোভ উগরে দিয়েছেন অনুরাগীরা, এমন নজিরও রয়েছে। কিন্তু কলকাতায় দিলজিতের অনুষ্ঠান দেখতে চেয়ে কাতর আর্জি জানালেন এক অনুরাগী। তাঁর ডাকে সাড়া দিয়ে কী লিখলেন গায়ক?

Advertisement

মনিন্দর সিংহ নামের এক অনুরাগী টিকিট জোগাড় করে দেওয়ার অনুরোধ জানান দিলজিতের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার)। তিনি লিখেছেন, ‘বহু বছর ধরে কলকাতায় আপনার অনুষ্ঠানের অপেক্ষা করছি। এ বার শেষমেশ যখন শহরে আপনার অনুষ্ঠান হচ্ছে, তখন আমি একটাও টিকিট পেলাম না! মুহূর্তের মধ্যেই সব টিকিট শেষ। আমাকে দয়া করে ৩০ নভেম্বরের দুটো টিকিটের ব্যবস্থা করে দেবেন। আমি আর বোন যাব অনুষ্ঠান দেখতে।’

অনুরাগীর এমন আর্জিতে সাড়া না দিয়ে পারেননি দিলজিৎ। এক্স হ্যান্ডলে সেই পোস্ট ভাগ করে নিয়ে গায়ক তথা অভিনেতা লিখেছেন, ‘আচ্ছা, ব্যবস্থা হয়ে যাবে মনিন্দর।‘ পঞ্জাবি পপস্টারের এমন দরাজ হৃদয় দেখে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। কেউ দিলেন ‘দিলদার’ তকমা। কারও মন্তব্য, ‘সত্যিই আপনি অনেক বড় মনের মানুষ।’ যাঁরা বহু চেষ্টা করেও টিকিট পাননি, তাঁরা আবার হতাশার কথাও জানিয়েছেন গায়ককে।

Advertisement
আরও পড়ুন