Akshay Kumar

Akshay Kumar: এক-আধটা নয়, মোট আটটি লুক বাতিলের পর 'বচ্চন পাণ্ডে' হয়ে উঠেছেন অক্ষয়, জানতেন?

'বচ্চন পাণ্ডে'র প্রচার ঝলক প্রকাশ হতেই হইচই ফেলে দিয়েছেন অক্ষয় কুমার! পর্দায় নায়কের এই রুক্ষ, নৃশংস চেহারা চূড়ান্ত করতে রীতিমতো মাথার ঘাম পায়ে পড়েছে অভিনেতা থেকে প্রযোজক-পরিচালক সকলেরই! দফায় দফায় আলোচনায় আটটা লুক বাতিল করে চূড়ান্ত হয়েছে চেহারা! 

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৪ মার্চ ২০২২ ১৫:৫১
'বচ্চন পাণ্ডে'র ভূমিকায় অক্ষয় কুমার।

'বচ্চন পাণ্ডে'র ভূমিকায় অক্ষয় কুমার।

ঝাঁকড়া চুল, গোঁফ-দাড়ি, কপালে কাটা দাগ, দু'চোখে ক্রূর চাহনি।
'বচ্চন পাণ্ডে'র প্রচার ঝলক প্রকাশ হতেই হইচই ফেলে দিয়েছেন অক্ষয় কুমার! কিন্তু জানেন কি, পর্দায় নায়কের এই রুক্ষ, নৃশংস চেহারা চূড়ান্ত করতে রীতিমতো মাথার ঘাম পায়ে পড়েছে অভিনেতা থেকে প্রযোজক-পরিচালক সকলেরই!

এক্কেবারে অন্য রকম চেহারায় চমকে দিক 'বচ্চন পাণ্ডে'। এমনটাই চেয়েছিলেন কুমার এবং প্রযোজক সাজিদ। তাই দফায় দফায় আলোচনায় বসেছেন ক্রিয়েটিভ টিমের সঙ্গে। বাতিল হয়েছে একের পর এক লুক। এক-আধটা নয়, মোট আটটি লুক খারিজ করার পরে চূড়ান্ত হয়েছে 'বচ্চন পাণ্ডে'র চেহারা!

Advertisement

শেষমেশ যে চেহারায় পর্দায় আসছে চরিত্র, তা মনে ধরেছে নায়ক থেকে প্রযোজক, পরিচালক সকলেরই। ফারহাদ সামজির পরিচালনায় এ ছবিতে রয়েছেন অক্ষয়, জ্যাকলিন ফার্নান্দেজ, কৃতী শ্যানন এবং আর্শাদ ওয়ারসি। আগামী ১৮ মার্চ ছবিটি পর্দায় আসার অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা।

Advertisement
আরও পড়ুন