Dia Mirza

Dia Mirza: মাঝরাতে বিমানে আটকে ৩ ঘণ্টা! নিজের ব্যাগটাও ফেরত পাননি দিয়া

আবহাওয়া খারাপ থাকায় দিল্লিগামী বিমান নামল জয়পুরে। দিয়া মির্জা আটকে রইলেন ভিতরে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ মে ২০২২ ১৪:৫২
মাঝরাতে বিমানে আটকে ৩ ঘণ্টা!

মাঝরাতে বিমানে আটকে ৩ ঘণ্টা!

মুম্বই থেকে দিল্লির পথে রওনা হয়েছিল ভিস্তারার উড়ান। যাত্রীদের মধ্যে ছিলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জাও। মাঝ রাস্তায় আচমকা বিপত্তি। দিল্লির বদলে বিমান নামে জয়পুরে। ভোগান্তির অবশ্য সেখানেই শেষ নয়। রাত ১১টা থেকে সওয়া ২টো পর্যন্ত বিমানেই আটকে রইলেন অভিনেত্রী-সহ সমস্ত যাত্রী। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে রাত তিনটে নাগাদ টুইট করেন দিয়া। লেখেন, 'আমাদের নেমে যেতে বলেই গায়েব বিমানকর্মীরা। কেউ সাহায্য করেনি। মালপত্রগুলো কোথায়, তা-ও কেউ জানি না। জল, খাবার কিচ্ছুটি পাইনি!'

দিয়ার সেই পোস্ট দেখে ঘাবড়ে যান ভক্তরা। নিজেও ক্ষোভ উগরে দেন 'রেহনা হ্যায় তেরে দিল মে'-র নায়িকা।

Advertisement

এ দিকে, ভিস্তারা উড়ানসংস্থার তরফেও শুক্রবার রাত ১০:৩৭-এ একটি টুইট করা হয়েছে। তাতে ঘোষণা, দিল্লিতে খারাপ আবহাওয়ার কারণে বিমানটি জয়পুরে সরিয়ে নেওয়া হয়েছে। সেই পোস্টের নীচে মন্তব্য করেছেন উড়ানের বেশ কয়েক জন যাত্রী। দিয়ার মতোই অভিযোগ জানিয়ে বলেছেন, তাঁদের সঙ্গে কোনও সহযোগিতা করা হয়নি।

যদিও যাত্রীদের অভিযোগের জবাবে ভিস্তারা জানিয়েছে, তারা সমস্ত রকম বিকল্প ব্যবস্থা করেছে। সেই উত্তরের নীচেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। কারও মন্তব্য, 'কেন আমাদের এই অগ্নিপরীক্ষার মধ্যে দিয়ে যেতে বাধ্য করলেন?' আবার কেউ লিখেছেন, 'খাবার আর জল দিয়ে যান!'

Advertisement
আরও পড়ুন