Dharmendra and Hemamalini Anniversary

হেমা মালিনীকে চুমু খেলেন, মালা পরালেন ধর্মেন্দ্র

৪৪ বছরের দাম্পত্য জীবন, আবারও ছাঁদনাতলায় ধর্মেন্দ্র আর হেমা মালিনী!

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ মে ২০২৪ ১০:১০
আবার মালাবদল।

আবার মালাবদল। ছবি: ইনস্টাগ্রাম।

বিয়ে করলেন ধর্মেন্দ্র আর হেমা মালিনী? তাঁদের বিবাহবার্ষিকী ছিল বৃহস্পতিবার। সমাজমাধ্যমে দেওয়া ছবিতে দেখা যাচ্ছে ধর্মেন্দ্র আর হেমার গলায় বড়সড় ফুলের মালা। দু’জনে খুব কাছাকাছি, যেন সদ্য বিয়ে হয়েছে! শুধু মালা পরা ছবি নয়। ধর্মেন্দ্র যে হেমার গালে ভালবাসার চুম্বন এঁকে দিচ্ছেন সেই ছবিও এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে।

Advertisement

সমাজমাধ্যমে হেমা নিজেই ছবি দিয়েছেন। লিখেছেন, “আমার বাড়ি থেকে।” অন্য দিকে মেয়ে এশা দেওল মা-বাবার মালা পরা ছবি দিয়ে লিখেছেন, “কী মিষ্টি! আমি এ রকম চেয়েছিলাম।”

দাম্পত্য জীবনের ৪৪ বছর।

দাম্পত্য জীবনের ৪৪ বছর।

বিয়ের চুয়াল্লিশ বছর পরে আবার বিয়ে? প্রশ্ন তুলছেন অনুরাগীরা।

Advertisement
আরও পড়ুন