Dhanush

Dhanush: ‘রাঞ্ঝনা’, ‘অতরঙ্গি রে’র পরে ফের আনন্দ এল রাইয়ের ছবিতে ধনুষ, কেমন তাঁর চরিত্র?

দক্ষিণী ছবির জনপ্রিয় নায়ক ফের জুটি বাঁধছেন পরিচালক আনন্দ এল রাইয়ের সঙ্গে। তাঁদের সাম্প্রতিক ছবি ‘আতরঙ্গি রে’ শোরগোল ফেলেছে বক্স অফিসে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২২ ১৬:৩০
এ বার অন্য স্বাদের চরিত্রে দেখা যাবে ধনুষকে

এ বার অন্য স্বাদের চরিত্রে দেখা যাবে ধনুষকে

আঠেরো বছরের দাম্পত্য ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন সদ্য। তাঁর সঙ্গে মেয়ে ঐশ্বর্যার ভাঙা সংসার জোড়া লাগাতে এখনও মরিয়া দক্ষিণী ‘সুপারস্টার’ রজনীকান্ত। ব্যক্তিজীবনে এমন টালমাটাল পরিস্থিতির মধ্যেও সামনে তাকাচ্ছেন ধনুষ। দক্ষিণী ছবির জনপ্রিয় নায়ক আরও এক বার জুটি বাঁধতে চলেছেন পরিচালক আনন্দ এল রাইয়ের সঙ্গে। এই জুটির সাম্প্রতিক ছবি ‘আতরঙ্গি রে’ শোরগোল ফেলেছে বক্স অফিসে।

২০১৩ সালে আনন্দ এল রাইয়ের ‘রাঞ্ঝনা’ ছবিতেই বলিউডে প্রথম পা রেখেছিলেন ‘থ্যালাইভা’র জামাই ধনুষ। ছবির দুরন্ত সাফল্য এবং ধনুষের দাপুটে অভিনয় বক্স অফিসের একাধিক রেকর্ড ভেঙে দেয় সে সময়ে। আনন্দ-ধনুষের মারকাটারি জুটি ফের বলিউডে নজির গড়ে ফেলেছে ‘আতরঙ্গি রে’ ছবির হাত ধরে। বক্স অফিস থেকে দর্শকমনে আরও এক বার ঝড় তুলেছে ধনুষের প্রেমিক অবতার। তার পরেই তৃতীয় ছবিতে ফের একসঙ্গে ধনুষ-আনন্দের মারকাটারি অভিনেতা-পরিচালক জুটি।

Advertisement

তবে এ বার আর পুরোপুরি প্রেমের কাহিনি নয়। আনন্দের নিজের প্রযোজনায় নতুন ছবি ‘কালার ইয়েলো’-তে অ্যাকশন হিরো হিসেবেই পর্দায় হাজির হবেন ধনুষ। ইতিমধ্যেই চুক্তি সারা। সব ঠিক থাকলে মূলধারার বাণিজ্যিক ছবিটির শ্যুটিংও শুরু হয়ে যাবে তাড়াতাড়ি।

এখানেই শেষ নয়। বলিপাড়ার খবর, আরও একটি বিপুল বাজেটের ছবিতে নায়ক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ধনুষ। ‘আতরঙ্গি রে’র জবরদস্ত সাফল্যের পরে তাঁকে নায়ক হিসেবে পেতে লাইন পড়ে যাচ্ছে বলিউডের প্রযোজকদের!

Advertisement
আরও পড়ুন