Celebrity controversy

চরিত্রের দিকে আঙুল তুলেও রেহাই নেই! সমন পাঠিয়ে নয়নতারাকে আদালতের কাঠগড়ায় তুলছেন ধনুষ

আইনি পথে হাঁটবেন, প্রকাশ্যে এ কথা জানিয়েছিলেন ধনুষ। এ বার নয়নতারার বিরুদ্ধে মামলা ঠুকলেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ২১:২৩
ধনুষ মামলা ঠুকলেন নয়নতারার বিরুদ্ধে।

ধনুষ মামলা ঠুকলেন নয়নতারার বিরুদ্ধে। ছবি: সংগৃহীত।

হুঁশিয়ারি দিয়েছিলেন, আইনি পথে হাঁটবেন। সেই মতোই পদক্ষেপ করলেন ধনুষ। খবর, মাদ্রাজ হাইকোর্টে অভিনেত্রী নয়নতারা এবং তাঁর পরিচালক স্বামী বিঘ্নেশ শিবানের বিরুদ্ধে মামলা ঠুকেছেন তিনি। অভিযোগ, বিনা অনুমতিতে ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’ তথ্যচিত্রে অভিনেত্রী ‘নানুম রাউডি ধান’-এর ছোট্ট অংশ ব্যবহার করেছেন। সেই ছবিতে তিনি অভিনয় করলেও প্রযোজক ধনুষ। দাবি, এ ক্ষেত্রে সেই অনুযায়ী তাঁর অনুমতির প্রয়োজন ছিল।

Advertisement

একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত, ইতিমধ্যেই নাকি সমন পৌঁছে গিয়েছে অভিনেত্রীর কাছে। যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি তিনি।

নয়নতারার প্রেম এবং বিয়ে তথ্যচিত্রে প্রাধান্য পেয়েছে। স্বাভাবিক ভাবেই প্রথম পরিচালনা নিয়ে উচ্ছ্বসিত তিনি। সেই আনন্দে জল ঢেলে দিয়েছিলেন ধনুষ। ছবিমুক্তির ঠিক আগে নয়নতারাকে ১০ কোটি টাকার আইনি নোটিস পাঠিয়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে খোলা চিঠিতে জবাব দিয়েছিলেন অভিনেত্রী। মাত্র তিন সেকেন্ডের ঝলকে ১০ বছরের পুরনো ছবির কতটাই বা দেখা যায়? খোলা চিঠিতে প্রথম প্রশ্ন এটাই ছিল নায়িকার। সেই প্রসঙ্গ টেনে তাঁর বক্তব্য, “আপনি নিজেকে যতটা দেখান ততটা আপনি মোটেই নন। কারণ, নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে গিয়ে একটু বেশিই বলেন। এই তো আপনার চরিত্র!”

Advertisement
আরও পড়ুন