দেবলীনা কুমার এবং গৌরব চট্টোপাধ্যায়। —ফাইল ছবি।
দেখতে দেখতে চারটি বছর কাটিয়ে ফেললেন দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়। কিছু দিন আগেই ছিল অভিনেত্রী তথা নৃত্যশিল্পীর জন্মদিন। সেই দিন স্ত্রীর জন্য আবেগঘন পোস্ট করেছিলেন গৌরব। দেবলীনার সঙ্গে একগুচ্ছ সোহাগী ছবি ভাগ করে নিয়েছিলেন তিনি। আর সোমবারের প্রায় শেষবেলায় বিবাহবার্ষিকী উপলক্ষে পোস্ট করলেন দেবলীনা।
বিয়ের অ্যালবাম থেকেই একটি ছবি ভাগ করে নেন দেবলীনা। তবে ক্যাপশনে নীরব। অনুরাগী ও বন্ধুরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন দম্পতিকে। বিবাহবার্ষিকীতে একসঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা। রেস্তঁরায় হাতে পানীয়ের গ্লাসের ছবি ভেসে উঠেছে দেবলীনার ইনস্টাগ্রাম স্টোরিতে।
২০২০ সালের ৯ ডিসেম্বর বিয়ে করেন দেবলীনা এবং গৌরব। তবে বিয়ে হওয়ার কথা ছিল আরও আগেই। করোনা পরিস্থিতির জন্য বিয়ের তারিখ পিছিয়েছিল তাঁদের। কিন্তু জাঁকজমক করেই বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন দেবলীনা।
দেবলীনা ও গৌরব এই মুহূর্তে টলিপাড়ার গুরুত্বপূর্ণ দুটো নাম। তবে দু'জনেই নিজেদের ক্ষেত্রে স্বতন্ত্র। পরস্পরের সঙ্গে এতগুলো দিন একসঙ্গে কাটিয়ে ফেললেও, পরস্পরের সমীকরণে সমতা বজায় রেখেছেন। পরস্পরকে প্রভাবিত করতে দেখা যায়নি তাঁদের। গৌরবও দেবলীনার সম্পর্কের বিশেষ জায়গা জুড়ে রয়েছে তাঁদের শরীরচর্চার অভ্যাস। জন্মদিনেও শরীরচর্চা করবেন বলে জানিয়েছিলেন অভিনেত্রী। তবে এর মধ্যেও স্বামী ও পরিবারের সঙ্গে আনন্দে মেতেছিলেন তিনি।