dev

Dev-Paran: আশিতে আসিয়া ভেল্কি পরাণের! ঠান্ডা, বৃষ্টিকে পরোয়া না করে শ্যুট, প্রশংসায় দেব

‘টনিক’ ওরফে দেবের ‌ভিজে মাথা মুছিয়ে দিলেন পর্দার ‘জলধর সেন’। সুপারস্টারের চোখে আর মুখেও বুলিয়ে দিলেন তোয়ালে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ ১৬:২২
 দেব এবং পরাণ বন্দ্যোপাধ্যায়

দেব এবং পরাণ বন্দ্যোপাধ্যায়

৩৮ আর ৮২। শীতের দাপটে এক জনের হাড় পর্যন্ত কেঁপে উঠেছে। অন্য জনের বুড়ো হাড় ভেল্কি দেখিয়ে চলেছে। প্রথম জন দেব অধিকারী। দ্বিতীয় জন পরাণ বন্দ্যোপাধ্যায়। আশিতে আসিয়া পরাণের তেজ দেখে মন্ত্রমুগ্ধ দেব। দেব-পরাণের জুটির রসায়নের নতুন ঝলক নজরে এল মঙ্গলবার। টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করলেন দেব। ‘টনিক’ ছবির শ্যুটিংয়ের এক টুকরো প্রকাশ পেল ভিডিয়োয়।

ভিডিয়োর উপরে লেখা, ‘৮২-তে সব কিছু সম্ভব’। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ভেজা গায়ে তোয়ালে জড়িয়ে ক্যামেরার দিকে এগিয়ে আসছেন দেব। উল্টোদিকে লাল চাদরে পরাণ। দেব বলছেন, ‘‘প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড বৃষ্টি। শ্যুটিং চলছিল। এখানে একটা লোক, ৮০ বছর বয়সে ফাটিয়ে দিল।’’ দেবের প্রশংসায় আপ্লুত হয়ে পরাণ বললেন, ‘‘সে তো তুমিও করলে সোনা।’’ এর পরে দেবের প্রতি পরাণের ‌অপত্য স্নেহ ধরা পড়ল ক্যামেরায়।

Advertisement

‘টনিক’ ওরফে দেবের ‌ভিজে মাথা মুছিয়ে দিলেন পরাণ। সুপারস্টারের চোখে আর মুখেও বুলিয়ে দিলেন তোয়ালে। তার পরে আদরের আলিঙ্গনে মাতলেন টলিউডের নতুন জুটি। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘টনিক’। ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স’-এর ছাতার তলায় এই ছবি দিয়েই বড় পর্দায় প্রথম পরিচালনা অভিজিৎ সেনের। প্রযোজনায় অতনু রায়চৌধুরী এবং প্রণবকুমার গুহ।

Advertisement
আরও পড়ুন