Rahul Dravid on Home Advantage

ঘরের মাঠের সুবিধা কেন পাচ্ছে না আইপিএলের দলগুলি? কারণ খুঁজে বার করলেন দ্রাবিড়

এ বারের আইপিএলে বেশির ভাগ দলই ঘরের মাঠের সুবিধা নিতে পারছে না। একের পর এক ম্যাচে হারতে হচ্ছে। কেন এ রকম হচ্ছে? সম্ভাব্য একটা কারণ খুঁজে বার করেছেন রাহুল দ্রাবিড়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ২৩:০৭
cricket

রাহুল দ্রাবিড়। ছবি: পিটিআই।

এ বারের আইপিএলে বেশির ভাগ দলই ঘরের মাঠের সুবিধা নিতে পারছে না। একের পর এক ম্যাচে হারতে হচ্ছে। পছন্দের পিচও পাচ্ছে না কেউ। কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদের অবস্থা সবচেয়ে খারাপ। কেন এ রকম হচ্ছে? সম্ভাব্য একটা কারণ খুঁজে বার করেছেন রাহুল দ্রাবিড়। রাজস্থানের কোচের মতে, মহা নিলামের পর এটাই প্রথম বছর বলে ক্রিকেটারদের মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে।

Advertisement

দিল্লি, গুজরাত এবং মুম্বই ঘরের মাঠে হারের চেয়ে বেশি জিতেছে। বাকি সব দলে অবস্থা খারাপ। বেঙ্গালুরু ঘরের মাঠে হারের হ্যাটট্রিক করেছে। তারা নিজেদের মাঠে বৃহস্পতিবার চতুর্থ ম্যাচ খেলতে নামছে রাজস্থানের বিরুদ্ধে।

তার আগের দিন রাজস্থানের কোচ দ্রাবিড় বলেন, “দলগুলো যে রকম পিচ চাইছে সে রকম পাচ্ছে কি না, সেটা ঠিক জানি না। তবে সবক’টা দলই নতুন করে তৈরি হয়েছে তাই না? মহা নিলামের পর এ বারই সবাই খেলতে নেমেছে। অনেকেই হয়তো কোনও কোনও মাঠে প্রথম বার খেলছে। তাদের কাছে হয়তো সেটা ঘরের মাঠ নয়।”

ব্যাপারটি উদাহরণ দিয়েছে বুঝিয়েছেন দ্রাবিড়। তাঁর কথায়, “ফিল সল্টের মতো ক্রিকেটারকে ধরুন। আগের বছর কেকেআরে ছিল। এ বার বেঙ্গালুরুতে খেলছে। নীতীশ রানা আগে আমাদের দলে ছিল না। এ বার জয়পুর ওর কাছে নতুন মাঠ।”

দ্রাবিড়ের সংযোজন, “মহা নিলামের পর দল পরিবর্তন হলে, শুরুতেই হয়তো ঘরের মাঠের সুবিধা পাওয়া যাবে না। তবে আইপিএলের পরের দিকে দলগুলো নিজেদের শক্তিকে ঘরের মাঠে আরও বেশি কাজে লাগাতে পারবে। হয়তো বিপক্ষ দলকে হারিয়েও দিতে পারবে।”

Advertisement
আরও পড়ুন