ছয় মাসের মেয়েকে নিয়ে কী এমন চিন্তা দীপিকার? ছবি: সংগৃহীত।
গত বছর সেপ্টেম্বর মাসে কন্যাসন্তানের মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। নিজের নামের সঙ্গে মিলিয়েই নাকি মেয়ের নাম রেখেছেন দুয়া। মেয়েকে নিয়ে বড্ড সাবধানি। মেয়ের বয়স মাত্র ছয় মাস। এখনও তাকে প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। মাস দুয়েক আগে মেয়েকে নিয়ে বাড়ির বাইরে পা দিয়েছেন তিনি। বিমানবন্দরে তাঁকে দেখা গিয়েছে মেয়েকে বুকে করে আগলে রাখতে। সম্প্রতি তাঁর কথাবার্তায় স্পষ্ট হয়ে গিয়েছে, মেয়েকে নিয়ে ভীষণ ভাবে চিন্তিত তিনি। কেন?
দীপিকার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’। বক্স অফিসে সাফল্য পেয়েছিল এ ছবি। কিন্তু ছবির শেষাংশ বলে দিয়েছে, এখানেই গল্পের শেষ নয়, আসবে দ্বিতীয় পর্বও। এ-ও জানা গিয়েছে, সে পর্বের কাজ থমকে রয়েছে নাকি দীপিকারই জন্য। কারণ নায়িকা এখন ব্যস্ত সন্তানকে নিয়ে। তাঁর সমস্ত ধ্যানজ্ঞান এখন ছোট্ট দুয়া। সম্প্রতি আবু ধাবি গিয়েছিলেন অভিনেত্রী, একটি পত্রিকার ফোটোশুটের কাজে। সেখানেও তাঁর মাথায় ঘুরেছে দুয়ার জন্য চিন্তা।
দীর্ঘ সময় অবসাদের মধ্যে দিয়ে গিয়েছেন অভিনেত্রী। তাই মানসিক স্বাস্থ্য ও নিজের ভাল থাকার উপর সব থেকে বেশি গুরুত্ব দেন দীপিকা। যদিও মেয়েকে নিয়ে তাঁর তেমন কোনও কঠিন বা জটিল চিন্তা কাজ করে না। বরং মেয়ে কবে থুতু ছেটানো বন্ধ করবে তা নিয়েই ভাবছেন তিনি। আর তারই সঙ্গে জড়িয়ে যাচ্ছে আরও একটি ভাবনা— এই থুতু ছেটানোর স্বভাব ওর উপর কোনও প্রভাব ফেলবে কি না! দীপিকা জানিয়েছেন, এ বিষয়ে নানা প্রশ্ন মাথায় এলেই তিনি আন্তর্জালে সে বিষয়ে খোঁজ করতে শুরু করেন।
মেয়ে হওয়ার পর হাতে সময় অনেকটাই কমে গিয়েছে তাঁর। ছুটির দিনগুলি মেয়ের সঙ্গেই থাকেন, জানিয়েছেন অভিনেত্রী। মেয়েকে ন্যানির হাতে মানুষ করতে নারাজ অভিনেত্রী। গোটা দায়িত্বই নিজে সামলাতে চান।