Deepika Padukone

মেয়ে দুয়ার জন্মের মাঝেই হাতছাড়া হয়ে গেল সাধের ফ্ল্যাট! কী কারণে ভাড়া বসাতে হল দীপিকা-রণবীরকে?

মেয়ে দুয়ার জন্মের পরই বড় সিদ্ধান্ত নিলেন দীপিকা-রণবীর। বিয়ের পর যে ফ্ল্যাটে থাকতেন সেটাই ভাড়া দিয়ে দিলেন তারকা দম্পতি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৮:১১
বিয়ে করে উঠেছিলেন যেখানে সেটাই ভাড়া দিয়ে দিলেন রণবীর-দীপিকা।

বিয়ে করে উঠেছিলেন যেখানে সেটাই ভাড়া দিয়ে দিলেন রণবীর-দীপিকা। ছবি: সংগৃহীত।

সংসারে নতুন অতিথি এসেছে রণবীর-দীপিকার। তার পর যেন বড় বদল এল জীবনে। ঠিকানা বদলে ফেলেছেন তারকা দম্পতি। গত বছরও কর্ণ জোহরকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেদের প্রভাদেবীর ফ্ল্যাটের কথা উল্লেখ করেছিলেন। সেখানে তাঁরা কী ভাবে একসঙ্গে সময় কাটান, নিশুতি রাতে সারা শহর যখন ঘুমোয় তাঁরা কী ভাবে নাচেন, একান্ত যাপন করেন, সে সব কথাই উঠে এসেছিল। এ বার নিজেদের সেই সাধের ফ্ল্যাটটিই ভাড়া দিয়ে দিলেন দীপিকারা। আধুনিক সমস্ত সুযোগ সুবিধে রয়েছে তাঁদের ফ্ল্যাটে। নিখুঁত অন্দরসজ্জা ও সমুদ্রমুখী এই ফ্ল্যাট প্রতি মাসে ৭ লক্ষ টাকা ভাড়ায় দিলেন।

Advertisement

৩ হাজার ২৪৫ বর্গফুটের এই ফ্ল্যাটের কার্পেট এরিয়া প্রায় ২ হাজার ৩১৯.৫০ বর্গফুট। ২০১৮ সাল থেকে এই ফ্ল্যাটেই ছিলেন তাঁরা। ইতিমধ্যেই তিন বছরের জন্য রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। প্রাথমিক ভাবে ২১ লক্ষ টাকা পেয়েছেন তারকা দম্পতি। ‘সিকিওরিটি ডিপোজ়িট’ হিসাবে পেয়েছেন ওই টাকা। বান্দ্রা এলাকায় একটি বিলাসবহুল আবাসনেই থাকতেন দীপবীর। সেখানে রয়েছে অত্যাধুনিক জিম, সাঁতারপুল, কড়া নিরাপত্তা ব্যবস্থা।

৮ সেপ্টেম্বর দক্ষিণ মুম্বইয়ের এক হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন দীপিকা। তার ঠিক ক’দিন পরেই অর্থাৎ ১২ সেপ্টেম্বর নতুন একটি ফ্ল্যাট কেনেন তাঁরা। জানা গিয়েছে, রণবীরের মা অঞ্জু ভবনানির বাড়ির পাশেই এই নতুন ফ্ল্যাট কিনেছেন তাঁরা। সাগর রেশম আবাসনের ১৫ তলায় এই ফ্ল্যাট কিনেছেন তাঁরা। মুম্বই শহরে এই বহুতল খুবই বিলাসবহুল বলে পরিচিত। এই বহুতল থেকে সমুদ্র দেখা যায় বলেও জানা গিয়েছে। এই নতুন ফ্ল্যাটটি প্রায় ১৭.৮ কোটি টাকা দিয়ে কেনেন তারকা দম্পতি। ২০২১ সালে আলিবাগেও একটি বাড়ি কেনেন তাঁরা। যার দাম ২২ কোটি টাকা।

Advertisement
আরও পড়ুন