জ্বর গায়েই শুক্রবার পরিচালকের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করবেন দেবশ্রী।
নিঃসন্তান তরুণ মজুমদারের শেষ ইচ্ছে, তিন মানসকন্যা মৌসুমী চট্টোপাধ্যায়, মহুয়া রায়চৌধুরী বা দেবশ্রী রায় তাঁর পারলৌকিক কাজ করবেন। মহুয়া নেই। বদলে বিনোদন দুনিয়ার শিক্ষাগুরুর সেই ইচ্ছেপূরণে এগিয়ে এসেছেন দেবশ্রী রায়। আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, প্রবল জ্বরে ভুগছেন তিনি। সঙ্গে সর্দি-কাশি। প্রয়াত পরিচালককে শেষ দেখা দেখে এসে ঠান্ডা জলে স্নান করেছিলেন। তার পরেই অসুস্থ হয়ে পড়েন। জ্বর গায়েই শুক্রবার পরিচালকের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করবেন।
৪ জুলাই বর্ষীয়ান পরিচালকের মৃত্যুর দিনে আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী জানিয়েছিলেন, তরুণ মজুমদার তাঁর পিতৃস্থানীয়, শিক্ষাগুরু। তাই তাঁর শেষ ইচ্ছেপূরণও তাঁর কর্তব্য। বৃহস্পতিবার রাতে অভিনেত্রী কথাপ্রসঙ্গে বলেন, ‘‘শুক্রবার আমার বাড়ির কাছের একটি মন্দিরে আমার সিনেমার বাবার পারলৌকিক কাজ করব। এটাই আমার তাঁর প্রতি গুরুদক্ষিণা।’’
দেবশ্রী জানান, বৃহস্পতিবার সদ্যপ্রয়াত পরিচালকের দিদি কলকাতার বাড়িতে প্রথম পারলৌকিক কাজ করেন। তিনি দেবশ্রী, সন্ধ্যা রায়, অয়ন বন্দ্যোপাধ্যায়-সহ ঘনিষ্ঠদের আমন্ত্রণ জানিয়েছিলেন। অসুস্থতার কারণে অভিনেত্রী উপস্থিত থাকতে পারেননি। যেতে পারেননি সন্ধ্যা রায়ও। একমাত্র উপস্থিত ছিলেন অয়ন বন্দ্যোপাধ্যায়। পরিচালকের ‘শ্রীমান পৃথ্বীরাজ’ ছবিতে যাঁর আত্মপ্রকাশ।
নিজের বাড়ির পাশে পূর্ণদাস রায় রোডের ডাকাত কালী মন্দিরে তরুণবাবুর পারলৌকিক কাজের আয়োজন করছেন দেবশ্রী। সঙ্গে থাকবেন অয়ন। অভিনেত্রীর মতে, ‘‘বাড়ির পাশের এই মন্দিরে কোনও ভিড় নেই। শান্তিতে বসে পুজোপাঠ করতে পারব। আমরাই ওঁর সন্তান ছিলাম। তাই ওঁর আত্মার শান্তি চেয়ে আমরাই কাজ করব।’’