বিতর্কের জট কাটিয়ে নতুন শুরু রণবীরের। ছবি: সংগৃহীত।
‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানে বাবা-মায়ের সঙ্গম নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছিলেন রণবীর ইলাহাবাদিয়া ও সময় রায়না। সেই ঘটনার আইনি জট এখনও কাটেনি। তার পর থেকে সমাজমাধ্যমে অনুসরণকারীর সংখ্যা হু হু করে কমতে থাকে রণবীরের। সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে মাস দুয়েক বাদে ফের কাজে ফিরলেন রণবীর। শুরু করলেন তাঁর পডকাস্ট। এই পথচলা যেন তাঁর কাছে নতুন জন্মের মতো। রণবীর ক্ষমা চেয়ে নিলেন, পাশাপাশি জানালেন নিজের দেশের সভ্যতা, সংস্কৃতি নিয়ে আর আরও কাজ করবেন।
মাঝে একটা বিরতি, ফের পথ চলা শুরু হল রণবীরের। কিন্তু এই কঠিন সময়ে যাঁরা সাহায্য করেছেন তাঁদের সকলের প্রতি তিনি কৃতজ্ঞ। প্রায় ৩০০ জনের সদস্য কাজ করেন রণবীরের সঙ্গে। তাঁদের প্রত্যেকেই এই কঠিন সময়ে পাশে থেকেছেন, কেউ ছে়ড়ে চলে যাননি এমনকি পাশে পেয়েছেন সেই সমস্ত ব্যক্তিকে, যাঁরা অতীতে তাঁর পডকাস্টে এসেছেন।
রণবীর বলেন, ‘‘প্রথমত, আমার সকল শুভানুধ্যায়ীদের ধন্যবাদ। আপনাদের ইতিবাচক বার্তাগুলি আমাকে এবং আমার পরিবারকে সাহায্য করেছে। সময়টা খুবই কঠিন ছিল... আমি প্রকাশ্যে হিংসাত্মক হুমকি পেয়েছি, অনলাইনে এত ঘৃণা, দেখেছি, এত কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে সবের মাঝে আপনাদের ভালবাসা অনেক সাহায্য করেছে।’’ পাশপাশি একটি প্রতিজ্ঞাও করেন রণবীর— তিনি আগামী দিনে যতগুলি বছর ধরে এই ধরনের কাজ করবেন অনেক বেশি দায়িত্বশীল হবেন। ক্ষমা চেয়েছেন তাঁদের কাছে যাঁদের তিনি আহত করেছেন। তবে ভবিষ্যতে যে এমনটা আর হবে না সেটাও জানান। রণবীরের কথায়, ‘‘আমি বুঝতে পেরেছি আমার কাঁধে বড় দায়িত্ব রয়েছে। আপনারা সবাই আমাকে আপনাদের পরিবারের একজন সদস্য বলে মনে করেন এটাই সবচেয়ে বড় দায়িত্ব। আমি পডকাস্ট করতে ভালবাসি, কন্টেন্ট তৈরি করতে ভালবাসি। নিজের দেশের ইতিহাস, সংস্কৃতিকে অন্বেষণ করার চেষ্টা করেছি। আমি আমার দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান করি। এখন একটি নতুন গল্প লেখার চেষ্টা করছি। আশা করছি সমর্থন পাব।’’