অনুষ্ঠান মঞ্চে ফের হামলা কৌতুকশিল্পীর উপরে! এ বার আক্রান্ত ডেভ চ্যাপেল।লস অ্যাঞ্জেলেসে মঙ্গলবারের রাত। ‘নেটফ্লিক্স ইজ আ জোক’ নামে একটি অনুষ্ঠানে কৌতুক পরিবেশন করছিলেন ডেভ। তাঁর অনুষ্ঠান শেষ হতেই মঞ্চে চড়াও এক ব্যক্তি। তিনি ধাক্কা মেরে ফেলে দেন ডেভকে!
ডেভ চ্যাপেলের ঘটনা মনে করাল ক্রিস রক-উইল স্মিথের চড়-কাণ্ড!
অনুষ্ঠান মঞ্চে ফের হামলা কৌতুকশিল্পীর উপরে! এ বার আক্রান্ত ডেভ চ্যাপেল। এর আগে অস্কার মঞ্চে হলিউড অভিনেতা উইল স্মিথের স্ত্রীকে নিয়ে রসিকতার মাসুল গুনতে হয়েছিল সঞ্চালক কৌতুকশিল্পী ক্রিস রককে। সপাট চড় খেয়ে। এ বার একই ধরনের পরিণতি ডেভেরও। এ দিকে ঘটনার পরেই মঞ্চে উঠে আসেন ক্রিস রক! কৌতুকশিল্পীর ব্যঙ্গ— ‘‘হামলাকারী কি ফের উইল স্মিথ?’’
ঠিক কী ঘটেছে ডেভের সঙ্গে? লস অ্যাঞ্জেলেসে মঙ্গলবারের রাত। ‘নেটফ্লিক্স ইজ আ জোক’ নামে একটি অনুষ্ঠানে কৌতুক পরিবেশন করছিলেন ডেভ। তা শেষ হতেই মঞ্চে চড়াও এক ব্যক্তি। তিনি সটান ধাক্কা মেরে ফেলে দেন ডেভকে!
#davechappelle attacked at #hollywoodbowl #netflixisajoke pic.twitter.com/oP04S0de90
— abazar 🦇🔊 (@abazar) May 4, 2022
মার্কিন সাংবাদিক শ্যারন কার্পেন্টারের বিবরণ, “ডেভ তাঁর অভিনয় শেষ করা মাত্র এক ব্যক্তি মঞ্চে উঠে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেন। নিরাপত্তা রক্ষী এবং তাঁর দলবল যদিও সঙ্গে সঙ্গেই লোকটিকে কোণঠাসা করে ফেলে। ডেভের উপরে তাঁর রাগের কারণ, কৌতুকশিল্পী মঞ্চের পিছনে তাঁর উদ্দেশ্যে অশালীন রসিকতা করেছিলেন!"
আচমকা এমন হামলাও অবশ্য দমাতে পারেনি ডেভকে। তখনও তিনি রসিকতা চালিয়ে গিয়েছেন! এমনকি, হামলাকারীকে ‘রূপান্তরকামী’ বলে কটাক্ষও করেন তিনি! এ দিকে, নিরাপত্তারক্ষীরা ঘটনা সামাল দেওয়ার পরেই নাকি মঞ্চে উঠে আসেন স্মিথ। ডেভকে সটান জিজ্ঞেস করেন, ‘‘এ বারেও কি হামলাকারী স্মিথ নাকি?’’