ফাইল চিত্র।
কলকাতায় জনপ্রিয় গায়ক কেকে-র আকস্মিক প্রয়াণের খবর ছড়াতেই শোকের ছায়া সব মহলে। টুইটারে শোকপ্রকাশ মন্ত্রী, রাজনীতিক থেকে তারকা প্রত্যেকেরই।
অমিত শাহ: অত্যন্ত প্রতিভাশালী গায়ক ছিলেন কেকে। তাঁর অকালপ্রয়াণ যেমন শোকের, তেমনই ভারতের সঙ্গীতজগতে এক বিরাট ক্ষতি। ঈশ্বরদত্ত কণ্ঠের অধিকারী, তাঁর গান অসংখ্য সঙ্গীতপ্রেমীর মনে সুবিশাল প্রভাব তৈরি করে গিয়েছে। পরিবার ও ভক্তদের আন্তরিক সমবেদনা জানাই।
KK was a very talented and versatile singer. His untimely demise is very saddening and a huge loss to Indian music. With his gifted voice, he has left an indelible impression on the minds of countless music lovers. My deepest condolences to his family and fans. Om Shanti Shanti
— Amit Shah (@AmitShah) May 31, 2022
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়: আমি হতবাক! অবিস্মরণীয় এক কণ্ঠ.. কেকে আমাদের হৃদয়ে থেকে যাবেন চিরকাল। তাঁর পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সমবেদনা জানাই।
Shocked! An unforgettable voice... KK will live in our hearts forever.
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) May 31, 2022
Deepest condolences to his family, friends and well wishers.
দিলীপ ঘোষ: হম রহে ইয়া না রহে কাল/কাল ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল জনপ্রিয় গায়ক কেকে-র এমন আকস্মিক প্রয়াণে বিস্মিত ও শোকস্তব্ধ।
"Hum, rahen ya na rahen kal
— Dilip Ghosh (@DilipGhoshBJP) May 31, 2022
Kal yaad aayenge ke ye pal"
Deeply shocked and saddened by the untimely demise of renowned singer KK.
Om Shanti. pic.twitter.com/hUd5s8FmsG
বাবুল সুপ্রিয়: গানের জগতে সবচেয়ে ভাল মানুষদের এক জন, সবচেয়ে সুকণ্ঠী গায়কদেরও এক জন.. কেকে-র এমন আকস্মিক এবং অকালপ্রয়াণ কী অভাবনীয় এবং ভয়ানক বাস্তব! শান্তিতে থেকো বন্ধু।
One of the nicest guys the Music Industry ever had... One or bestest Voices we ever had... #KK 's sudden so so very untimely demise is too shocking & devastating a reality to deal with... Rest in Peace my friend 😞😔 pic.twitter.com/kMBwI58VcN
— Babul Supriyo (@SuPriyoBabul) May 31, 2022
দেব: জানি না কী বলা উচিত: শান্তিতে থেকো কেকে..
Don know what to say…Rest in Peace #KK
— Dev (@idevadhikari) May 31, 2022