Chitrangada Singh

জমির মালিকানা উপহার দিয়ে দলিল পাঠিয়েছিলেন সেই অনুরাগী! ভয় পেয়ে গিয়েছিলেন চিত্রাঙ্গদা

ভালবাসা কম পাননি চিত্রাঙ্গদা। এক উদাহরণ টেনে চমকে দিলেন অভিনেত্রী। জানালেন, এক অনুরাগী জমির দলিল পাঠিয়ে দিয়েছিলেন তাঁর বাড়ির ঠিকানায়। সে এক মারাত্মক কাণ্ড!

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২২ ১৪:২২
সবচেয়ে কম স্পটলাইট কেড়েছেন চিত্রাঙ্গদা?

সবচেয়ে কম স্পটলাইট কেড়েছেন চিত্রাঙ্গদা?

ভাল অভিনেত্রী হয়েও ইন্ডাস্ট্রিতে তিনিই কি সবচেয়ে কম আলোকিত? এত বছর ধরে এত ছবি করলেও সে ভাবে জনপ্রিয়তা পাননি চিত্রাঙ্গদা সিংহ। তাঁকে এ নিয়ে প্রশ্ন করা হলে হেসে জানান, সব অভিনেতারই এ কথা মনে হয়। কেউ কি আর সব পেয়েছি ভেবে সন্তুষ্ট হতে পারেন? যদিও চিত্রাঙ্গদা মনে করেন, খামতি তাঁরও আছে। সংখ্যায় তত বেশি ছবি করেননি বলেই তাঁর মত। আর যদিও বা করে থাকেন, সে সব ছবি নিজেকে প্রমাণ করার পক্ষে যথেষ্ট ছিল না। জানালেন, তাঁর এখনও অনেক পথ চলা বাকি।

Advertisement
এত বছর ধরে এত ছবি করলেও সে ভাবে জনপ্রিয়তা পাননি চিত্রাঙ্গদা সিংহ।

এত বছর ধরে এত ছবি করলেও সে ভাবে জনপ্রিয়তা পাননি চিত্রাঙ্গদা সিংহ।

তবে ভালবাসা, খ্যাতি যে একেবারেই পাননি তা-ও নয়। এক উদাহরণ টেনে চমকে দিলেন ‘হাজারোঁ খোয়াইশেঁ অ্যায়সি’ (২০০৩)-র অভিনেত্রী। জানালেন, এক অনুরাগী জমির দলিল পাঠিয়ে দিয়েছিলেন তাঁর বাড়ির ঠিকানায়। সে এক মারাত্মক কাণ্ড! অভিনেত্রীর কথায়, ‘‘আমি বলব না যে, প্রচুর ভক্ত-অনুরাগী রয়েছেন। তবে কেউ এক জন ছিলেন, ভয়াবহ। আমায় তিনি সম্পত্তির মালিকানা দিতে চেয়েছিলেন। নিজের জমি লিখে দিয়েছিলেন আমার নামে। সেই আইনি কাগজপত্র একেবারে আমার বাড়ির ঠিকানায় পাঠিয়ে দিয়েছিলেন। খুব ভয় পেয়ে গিয়েছিলাম! অনেক কাঠখড় পুড়িয়ে সেটা মিটিয়েছিলাম।’’

আরও পড়ুন:

যখন কাজ করেন না, তখন শুধু সিনেমা, সিরিজ দেখে কেটে যায় চিত্রাঙ্গদার। সুখেই আছেন নিজের জীবন নিয়ে। আক্ষেপ নেই তাঁর। কখনও-সখনও বেরিয়ে পড়েন সফরে। অতিমারির সময়ে তাঁকে নিয়মিত মাছ ধরতে দেখা গিয়েছে। লেখালেখিও করেন। অবসর পেলেই সবচেয়ে ভাল উপভোগ করেন ‘দেশি বয়েজ’(২০১১), ‘বব বিশ্বাস’(২০২১)-এর নায়িকা।

Advertisement
আরও পড়ুন