Radhika Apte daughter

কন্যাকে নিয়ে এই প্রথম দেশে রাধিকা, ছবি দিয়ে কোন উপলব্ধি ভাগ করে নিলেন অভিনেত্রী?

২০১১ সালে ব্রিটিশ সঙ্গীতশিল্পী এবং সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে একত্রবাস শুরু করেন রাধিকা। পরের বছর জানা যায়, আইনি বিয়ে সেরেছেন তাঁরা। বিয়ের ১২ বছর পর অন্তঃসত্ত্বা হন অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ১৪:২১
image of Radhika Apte

মেয়েকে নিয়ে দেশে ফিরলেন অভিনেত্রী রাধিকা আপ্তে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দেশে ফিরলেন অভিনেত্রী রাধিকা আপ্তে। তবে একা নন। অভিনেত্রীর সঙ্গে প্রথম বার এ দেশে এল তাঁর কন্যাসন্তান। আবেগপ্রবণ অভিনেত্রী সেই অনুভূতি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।

Advertisement

মঙ্গলবার সংবাদমাধ্যমে একটি ছবি পোস্ট করেন রাধিকা। সেখানে মুম্বই বিমানবন্দরে অভিনেত্রীর কোলে তাঁর মেয়েকে দেখা যাচ্ছে। তবে মেয়ের মুখ রাধিকা ইমোজি দিয়ে আড়াল করেছেন। অভিনেত্রী নিজের হাসি মুখে তোলা সেই ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘মাতৃভূমিতে প্রথম পা। মুম্বইয়ের সঙ্গে ওর পরিচয় করিয়ে দেওয়ার জন্য মা সেরা মাসটিকে বেছে নিয়েছে।’’ এর অর্থও স্পষ্ট করেছেন রাধিকা। কারণ মেয়েকে নিয়ে মুম্বইয়ে আসার নেপথ্যে তিনি এপ্রিল মাসের গরম এবং আমের মরসুমের দিকে ইঙ্গিত করেছেন।

২০১১ সালে ব্রিটিশ সঙ্গীতশিল্পী এবং সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে একত্রবাস শুরু করেন রাধিকা। পরের বছর জানা যায়, আইনি বিয়ে সেরেছেন তাঁরা। বিয়ের ১২ বছর পর অন্তঃসত্ত্বা হন অভিনেত্রী। গত বছর ডিসেম্বরে অভিনেত্রী জানান তিনি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু সন্তান নিয়ে তাঁদের কোনও পরিকল্পনাই ছিল না বলে জানিয়েছিলেন রাধিকা। অন্তঃসত্ত্বা হয়েছেন, এই খবর নাকি প্রথম দুই সপ্তাহ মেনে নিতেই পারেননি তিনি। সে সময় নানা শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। সে সব সামলেই কাজ করেছেন রাধিকা। সম্প্রতি লন্ডনে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে শৌচালয় থেকে এক হাতে মদ এবং অন্য হাতে দুগ্ধনিষ্কাশন যন্ত্রের ছবি দিয়ে কটাক্ষের শিকার হন রাধিকা।

Advertisement
আরও পড়ুন