Neena Gupta

বলিউডে শাহরুখ-কন্যা সুহানার ভবিষ্যৎ কী রকম? ভবিষ্যদ্বাণী নীনা গুপ্তর

বলিউডে পা রাখার আগেই সুহানা খান প্রচারের আলোয়। সুহানাকে নিয়ে এ বার মুখ খুললেন নীনা গুপ্ত।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৩ ১৬:১৫
Neena Gupta Praside Shah Rukh Khan daughter Suhana Khan

শাহরুখ-কন্যার প্রশংসায় পঞ্চমুখ নীনা। ছবি: সংগৃহীত।

জোয়া আখতারের ছবিতে হাতেখড়ি হচ্ছে সুহানার। এই খবর এত দিনে অনেকেই জানেন। জনপ্রিয় ‘আর্চিজ়’ কমিক্‌সের দেশীয় সংস্করণ ‘দ্য আর্চিজ়’ ছবিতে দেখা যাবে শাহরুখ খানের কন্যাকে। এখনও ছবি মুক্তি পায়নি, তবে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছেন সুহানা। তাঁর প্রশংসা পঞ্চমুখ অভিনেত্রী নীনা গুপ্ত, করলেন সুহানার কেরিয়ার নিয়ে ভবিষ্যদ্বাণী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নীনা অকপটে জানান, নবাগতদের মধ্যে সুহানাকেই তাঁর পছন্দ। পাশপাশি এই প্রজন্মের অভিনেত্রীদের নিয়েও নিজের মতপ্রকাশ করেন তিনি।

Advertisement

সাধারণত নেটদুনিয়ায় হালফ্যাশনের পশ্চিমি পোশাকেই ভক্তদের মাতিয়ে রাখেন সুহানা। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ফিল্ম স্টাডিজ় পাঠরতা সুহানার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ২৪ লক্ষেরও বেশি! সুহানা যে অভিনেত্রী হওয়ার আগেই প্রচারের আলোয় তা বলার অপেক্ষা রাখে না। এ বার সুহানার ফ্যাশন, চলন, স্টাইলের তারিফ করলেন নীনা। এক সাক্ষাৎকারে নীনা বলেন, ‘‘এই প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে আমার মনে হয় সুহানা পথপ্রদর্শক হতে পারবে। যদিও মতামত আমার ব্যক্তিগত। ওঁর তাকানো, চলন, এমনকি যতটুকু অভিনয় দেখেছি সেটাও বেশ ভাল লেগেছে। আমার মনে ওকে পর্দায় ভাল লাগবে।’’

পাশপাশি নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে কে রয়েছেন নীনার পছন্দের তালিকায়? মজার বিষয়, আলিয়া ভট্ট, অনন্যা পাণ্ডে, সারা আলি খান, জাহ্নবী কপূরের নাম তাঁর সামনে রাখা হলেও নীনা কিন্তু অন্য পথে হেঁটেছেন। তাঁর কথায়, ‘‘করিনা (কপূর) ভাল অভিনেত্রী।’’

Advertisement
আরও পড়ুন