Sidharth-Kiara Wedding

মেয়ে কিয়ারার বিয়ে জয়সলমেরে, কী বললেন পাত্রীর বাবা জগদীপ আডবাণী?

সোমবার ৬ ফেব্রুয়ারি কিয়ারা আডবাণী আর সিদ্ধার্থ মলহোত্রর বিয়ে। জমজমাট জয়সলমের। মেয়ের বিয়ে নিয়ে প্রতিক্রিয়া জানালেন পাত্রীর বাবা।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১৫
Reaction of Kiara Advani\'s Father

মেয়ের বিয়ে প্রসঙ্গে কী প্রতিক্রিয়া কিয়ারার বাবার? —ফাইল চিত্র।

জয়সলমেরে উৎসব শুরু হয়ে গিয়েছে। সোমবার ৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন সিদ্ধার্থ মলহোত্র আর কিয়ারা আডবাণী। তাঁদের সম্পর্ক নিয়ে কোনও দিনই প্রকাশ্যে মুখ খোলেননি নায়ক-নায়িকার কেউই। বেশ অনেক দিন প্রেম পর্বের পর অবশেষে চার হাত এক হতে চলেছে। পরিবারের তরফেও এল বার্তা। মেয়ের বিয়ে প্রসঙ্গে প্রতিক্রিয়া জানালেন কিয়ারার বাবা জগদীপ আডবাণী।

Advertisement

মেয়ের বিয়ে নিয়ে সব মা-বাবাদেরই স্বপ্ন থাকে। জয়সলমেরের বিমানবন্দরে ফ্রেমবন্দি হলেন কিয়ারার বাবা জগদীপ আডবাণী। পাত্রীর বাবাকে মেয়ের বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে, একগাল হাসি বাবার। তাঁকে প্রশ্ন করা হয় কিয়ারা ও সিদ্ধার্থের বিয়ে নিয়ে তিনি কী বলবেন? প্রশ্ন না এড়িয়ে অভিনেত্রীর বাবার সংক্ষিপ্ত উত্তর, “ওদের আমার শুভকামনা ও আশীর্বাদ।” এই কথা বলেই হোটেলের দিকে রওনা দিলেন পাত্রীর বাবা।

শনিবারই জয়সলমের পৌছেঁছেন পাত্র সিদ্ধার্থ। পরনে কালো সোয়েটশার্ট, মাথায় টুপি আর পায়ে স্নিকার্স। রাজস্থানের যোধপুর বিমানবন্দরে হাসিমুখে ফ্রেমবন্দি হন নায়ক। ‘শেরশাহ’ খ্যাত অভিনেতাকে ঘিরে ধরেন চিত্রগ্রাহকরা। বিয়ের শুভেচ্ছাবার্তা থেকে বিয়ে সংক্রান্ত একাধিক প্রশ্ন। শব্দে তেমন উত্তর দেননি বটে, তবে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, তাঁদের শুভেচ্ছাবার্তায় খুশি হয়েছেন তিনি। গাড়িতে উঠে জয়সলমেরের উদ্দেশে রওনা দেওয়ার সময় সবাইকে ধন্যবাদও জানালেন সিদ্ধার্থ।

Advertisement
আরও পড়ুন