সলমনের ভক্তেরা রেগে আগুন। ছবি: সংগৃহীত।
চলতি বছর হাজার ঝড়ঝাপটা গিয়েছে সলমন খানের উপর দিয়ে। একের পর এক খুনের হুমকি পেয়েছেন তিনি। তাঁর বাড়ির সামনেও চলেছে গুলি। এমনকি তাঁর বহু দিনের বন্ধু বাবা সিদ্দিকিকে প্রাণ পর্যন্ত দিতে হয়েছে। সব মিলিয়ে প্রতি মুহূর্তে নিজের ও প্রিয়জনদের নিয়ে আতঙ্কে রয়েছেন অভিনেতা। কিন্তু তিনি বলিউডের ভাইজান। এক বার কথা দিয়ে দিলে, তার খেলাফ করেন না তিনি। তাই প্রতিকুল পরিস্থিতিতেও থেমে থাকেনি তাঁর কাজ। কিন্তু এ সবের মধ্যেই রেগে আগুন সলমনের অনুরাগীরা। ফের কী ঘটল সলমনের সঙ্গে?
প্রাণের বাজি রেখে একের পর এক কাজ সেরেছেন সলমন। নিজের ছবি ‘সিকন্দর’ এর পাশাপাশি ‘সিংহম আগেন’ ও ‘বেবি জন’-এর ক্যামিয়ো চরিত্রের শুটিং করেছেন তিনি। কিন্তু তার পরেও তাঁর ছবির সঙ্গে ঘটে গিয়েছে ‘অনাচার’। ‘বেবি জন’ ছবিতে তিনি ‘এজেন্ট ভাইজান’। বিশেষ দৃশ্যে অভিনয় রয়েছে তাঁর। বড়দিনেই মুক্তি পেয়েছে এই ছবি। এর মধ্যেই সলমন অভিনীত সেই দৃশ্য ফাঁস সমাজমাধ্যমে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, লড়াই করছে সেই ‘এজেন্ট ভাইজান’।
বিষয়টি ভাল ভাবে নেননি সলমনের ভক্তরা। তাঁদের দাবি, “এখনই ছড়িয়ে পড়া সেই ভিডিয়ো মুছে দিতে হবে।” এক অনুরাগীর কথায়, “কোনও ভাবেই এই অনৈতিকতা মানা যাচ্ছে না। ছবির গুরুত্বপূর্ণ জায়গা কী ভাবে আপনারা ছড়িয়ে দিলেন।”
বহু দিন ধরেই জল্পনা ছিল ‘বেবি জন’ ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেছেন সলমন। সেই জল্পনা এতক্ষণে পরিষ্কার। এ-ও শোনা গিয়েছিল, এই ক্যামিয়ো চরিত্রের জন্য কোনও পারিশ্রমিক নেননি অভিনেতা। তবে এই গুঞ্জনে কোনও প্রতিক্রিয়া দেননি অ্যাটলি ও বরুণ ধওয়ান। ছবিতে সলমনের উপস্থিতি নিয়ে অবশ্য উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন অ্যাটলি। ছবিতে বরুণ ছাড়াও রয়েছেন কীর্তি সুরেশ ও ওয়ামিকা গাব্বি।