Ekta Kapoor

সর্পিণী খুঁজতে আবার ‘বিগ বস’-এ একতা! সুম্বুল না প্রিয়ঙ্কা, কার ভাগ্যে ছিঁড়বে শিকে?

নায়িকা খুঁজতে ‘বিগ বস’-এ যাচ্ছেন একতা কপূর। সুম্বুল তৌকীর না অন্য কেউ? কে হবেন নতুন ‘নাগিন’?

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৩ ১২:৪২
বিগ বস ১৫’ বিজেতা তেজস্বী প্রকাশকেও একই ভাবে ‘নাগিন’-এ নিয়ে গিয়েছিলেন একতা। এ বারও কি কাউকে মনে ধরেছে?

বিগ বস ১৫’ বিজেতা তেজস্বী প্রকাশকেও একই ভাবে ‘নাগিন’-এ নিয়ে গিয়েছিলেন একতা। এ বারও কি কাউকে মনে ধরেছে? ছবি- সংগৃহীত

‘নাগিন’ সিরিজ়ের জন্য নতুন নায়িকা লাগবে। হাতের কাছে ‘বিগ বস ১৬’-র সেট থাকলে আর ভাবনা কী! প্রযোজক একতা কপূর জানালেন, সলমন খানের শোয়ে শীঘ্রই আসছেন তিনি। নিছক অতিথি বা বিচারক হিসাবে নয়, নায়িকা খুঁজতে!

এর আগেও ‘বিগ বস’-এ এসে নায়িকা পছন্দ করে ফিরেছেন একতা। কত নতুন মুখের ভিড়, তবে জহুরির চোখ সম্ভাবনা চিনে নিতে ভুল করে না। ‘বিগ বস ১৫’ বিজেতা তেজস্বী প্রকাশকেও একই ভাবে ‘নাগিন’-এ নিয়ে গিয়েছিলেন একতা। এ বারও কি কাউকে মনে ধরেছে? আভাসে-ইঙ্গিতে বোঝা গিয়েছে, প্রতিযোগী সুম্বুল তৌকীরের প্রতিই তাঁর চোখ।

Advertisement

‘নাগিন ৭’-এর জন্য ১৯ বছরের সেই কন্যাকে তাঁর বেশ ভাল লেগে গিয়েছে। হয়তো সুম্বুলকেই প্রধান ‘নাগিন’ করতে চান নির্মাতা। তবে আরও এক জন তালিকায় রয়েছেন। তিনি হলেন ‘বিগ বস ১৬’র সেটের ‘দীপিকা পাড়ুকোন’। অবশ্যই, প্রিয়াঙ্কা চহর চৌধুরীর কথা হচ্ছে। কানাঘুষো শোনা যাচ্ছে, তাঁকেও ‘নাগিন’ করে দিতে পারেন একতা। কার ভাগ্যে শিকে ছেঁড়ে, তা নিয়েই চলছে জল্পনা।

Advertisement
আরও পড়ুন