Swastika Dutta

পার্টি উদ্‌যাপন পছন্দ করেন না স্বস্তিকা! জন্মদিনে এমনটা ভাবছেন কেন অভিনেত্রী?

মঙ্গলবার অভিনেত্রী স্বস্তিকা দত্তের জন্মদিন। বিশেষ দিনে কী পরিকল্পনা তাঁর? খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৪ ১৫:০৬
Bengali actress Swastika Dutta shares her birthday plans

স্বস্তিকা দত্ত। ছবি: সংগৃহীত।

জন্মদিনটা কেউ কেউ নিজের মতো করে কাটাতেই পছন্দ করেন। ২৩ এপ্রিল মঙ্গলবার অভিনেত্রী স্বস্তিকা দত্তের জন্মদিন। কিন্তু বিশেষ দিনে আলাদা করে উদ্‌যাপনে মন নেই অভিনেত্রীর। জানালেন, জন্মদিন বলে আলাদা করে নাকি কোনও অনুভূতিই কাজ করছে না তাঁর। কারণ কী? মনের কথা জানালেন স্বস্তিকা।

Advertisement

শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছে। গরমের পরিস্থিতি দেখেই কি আলাদা করে কিছু করতে রাজি নন স্বস্তিকা? হেসে বললেন, ‘‘আমি যত দিন বাঁচব, জন্মদিন তো গরমেই হবে। কিছু করার নেই। তা ছাড়া আমার মনে হয়, উদ্‌যাপন সে রকমই হওয়া উচিত, যাতে পরবর্তী কাজের জন্য সুস্থ থাকি।’’ অভিনেত্রী জানালেন, বাড়ি তাঁর কাছে শান্তির ছায়া। মা-বাবার সঙ্গেই থাকেন। বন্ধুরা মাঝেমধ্যে আসা-যাওয়া করেন। তাঁর কথায়, ‘‘গত বছরেও সন্ধ্যায় বাইরে বেরিয়েছিলাম। কিন্তু, এই বছর একদম কিছুই করতে ইচ্ছে করছে না। খাওয়াদাওয়া সেরে বাড়িতেই বিশ্রাম করতে চাই।’’

Bengali actress Swastika Dutta shares her birthday plans

সোমবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে কেক কেটেছেন স্বস্তিকা। ছবি: সংগৃহীত।

তবে বাড়িতে থাকলেও অনুরাগীদের ভুলতে রাজি নন স্বস্তিকা। প্রতি বছর তাঁর জন্মদিনে অনুরাগী এবং ফ্যানক্লাবের তরফে সমাজমাধ্যমে শুভেচ্ছাবার্তায় ভাসেন অভিনেত্রী। মঙ্গলবার সন্ধ্যায় তাই তাঁদের সঙ্গে আলাদা ভাবে কথা বলতে চান স্বস্তিকা। গরম বলেই দুপুরের খাবারে খুব বেশি আয়োজন করতে মাকে নিষেধ করেছেন তিনি। বললেন, ‘‘মধ্যিবত্ত পরিবারের তো রান্নাঘরে ফ্যান বা এসি থাকে না! মাকে বেশি আয়োজন করতে বারণ করেছি। ভাত, মুরগির মাংস আর আমের টক। ব্যস, আর কিচ্ছু নয়।’’

স্বস্তিকা জানালেন, তিনি নিজে কারও জন্য পার্টির আয়োজন করতে পছন্দ করেন না। আবার এটাও চান না যে, কেউ তাঁর জন্য পার্টির আয়োজন করুক। জীবনের কিছু কিছু মুহূর্তকে ‘ব্যক্তিগত’ রাখতেই পছন্দ করেন তিনি। স্বস্তিকার জীবনে এখন প্রেম নেই বলেই কি এ বারের জন্মদিনে তাঁর মনের অবস্থা একটু অন্য রকম? স্বস্তিকা হেসে বললেন, ‘‘যখন সম্পর্কে ছিলাম, তখনও যে খুব একটা উদ্‌যাপন করতাম, তা কিন্তু নয়। যাঁরা আমার কাছের মানুষ তাঁরা জানেন যে, আমি বাড়িতে থাকতেই পছন্দ করি।’’

সোমবার গভীর রাতে মা-বাবার সঙ্গে কেক কেটেছেন স্বস্তিকা। অভিনেত্রীর কথায়, ‘‘প্রতি বছর আমারই আবদার থাকে, যাতে তাঁদের সঙ্গে কেক কেটে দিনটা শুরু করতে পারি।’’ জন্মদিনের বেশ আগে থেকেই উপহার পেতে শুরু করেছেন অভিনেত্রী। বললেন, ‘‘প্রচুর উপহার পেয়েছি। আজকে মনে হচ্ছে, উপহারগুলো সাজাতেই আমার দিনটা কেটে যাবে।’’ তবে বিশেষ দিনে মা-বাবা কী উপহার দিয়েছেন তাঁকে, তা খোলসা করতে চাইলেন না ‘কী করে বলবো তোমায়’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী।

চলতি মাসেই মুক্তি পাবে স্বস্তিকা অভিনীত ছবি ‘আলাপ’। তার পরেই নতুন একটি ওয়েব সিরিজ়ের শুটিং শুরু করতে পারেন অভিনেত্রী।

Advertisement
আরও পড়ুন