সুস্মিতা চট্টোপাধ্য়ায়। ছবি: সংগৃহীত।
অল্প সময়ের মধ্যেই টলিপাড়ায় পায়ের নীচের জমি শক্ত করেছেন অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। এ বার তিনি বাংলার বাইরে পা রাখতে চলেছেন। একটি বহুভাষিক ছবিতে অভিনয় করবেন সুস্মিতা। এই ছবি প্রসঙ্গে নানা তথ্য আনন্দবাজার অনলাইন-কে জানালেন সুস্মিতা নিজেই।
বরুণ কোরুকোন্ডা পরিচালিত ছবিটির নাম ‘হোয়াট দ্য ফিশ’। মূলত দক্ষিণী ইন্ডাস্ট্রির ছবি। তবে একাধিক ভাষাতে তৈরি হবে ছবিটি। নির্মাতারা জানিয়েছেন ছবিটি থ্রিলার ঘরানার। তবে একই সঙ্গে সেখানে কমেডিও থাকবে। কী ভাবে এই ছবিতে সুযোগ আসে অভিনেত্রীর? সুস্মিতা বললেন, ‘‘আমি দীর্ঘ দিন ধরেই বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অডিশন দিচ্ছি। মুম্বইয়ের একটি সংস্থার মাধ্যমে আমার কাছে প্রস্তাব আসে।’’
ছবিতে মূলত দক্ষিণী অভিনেতাদের আধিক্য। গল্পে সুস্মিতার চরিত্রের নাম রেনি। টলিপাড়ায় ‘প্রেম টেম’ ছবির মাধ্যমে অভিষেক হয়েছিল তাঁর। তার পর বেশ কিছু ছবিতে দর্শক সুস্মিতাকে দেখেছেন। সর্বভারতীয় ছবিতে সুযোগ পাওয়ার পর তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা কী? সুস্মিতা বললেন, ‘‘সর্বভারতীয় পর্যায়ে কাজ করার ইচ্ছে আমার ছিলই। এখন শুধু এই কাজটাই মন দিয়ে করতে চাই। এর বেশি কিছু ভাবছি না।’’
কিন্তু এর পর থেকে তিনি কি টলিপাড়ার বাইরেই বেশি কাজ করবেন? সুস্মিতা বললেন, ‘‘একদমই নয়। বাংলা থেকেই তো আমার পরিচিতি। তাই বাংলাকে কোনও দিনই ছাড়তে পারব না।’’
এই মুহূর্তে নতুন বাংলা ছবি নিয়েও কথাবার্তা চলছে বলে জানালেন অভিনেত্রী। তবে এখনই তা নিযে কিছু বলতে নারাজ তিনি। সুস্মিতা জানালেন, আগামী অগস্ট মাস থেকে নতুন ছবিটির শুটিং শুরু হতে পারে।