(বাঁদিকে) মুম্বইয়ে ‘কোল্ডপ্লে’র কনসার্টে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মঞ্চে ব্যান্ডের গায়ক ক্রিস মার্টিন ( ডান দিকে)। ছবি: সংগৃহীত।
রবিবার মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ডপ্লে’র কনসার্ট হল। বলিউড তারকাদের মতো রবি-সন্ধ্যায় সেই অনুষ্ঠানে টলিপাড়া থেকে উপস্থিত ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী। সোমবার সন্ধ্যায় শহরে ফিরেই উচ্ছ্বাস প্রকাশ করলেন অভিনেত্রী।
বিমানবন্দর থেকে বাড়িতে ফিরেই ইউভান এবং ইয়ালিনির সঙ্গে সময় কাটাতে ব্যস্ত শুভশ্রী। তবে এখনও ‘কোল্ডপ্লে’র মুগ্ধতা কাটিয়ে উঠতে পারেননি অভিনেত্রী। বললেন, ‘‘অসাধারণ অভিজ্ঞতা। আমি এবং রাজ, দু’জনেই ওদের খুব বড় অনুরাগী। এর আগে ২০১৫ সালে ওঁরা মুম্বইয়ে শো করেছিলেন। সে বার আমরা যেতে পারিনি। এবার স্বপ্নপূরণ হল।’’
সামাজমাধ্যমে অনুষ্ঠানের কিছু ঝলক পোস্ট করেছেন অভিনেত্রী। কিন্তু তাঁর মতে, শুধু সেই ভিডিয়ো দেখে এ রকম একটি কানসার্টের স্বাদ নেওয়া মুশকিল। ‘কোল্ডপ্লে’র টিকিট নিয়ে সারা দেশে অনুরাগীদের মধ্যে যে আগ্রহ ছিল, তা অভিনেত্রী জানেন। তবুও শুভশ্রী বললেন, ‘‘যাঁরা সঙ্গীত পছন্দ করেন, তাঁদের অবশ্যই একবার অন্তত কোল্ডপ্লে লাইভ অনুষ্ঠানের সাক্ষী থাকা উচিত।’’
‘কোল্ডপ্লে’র অনুষ্ঠান থেকে প্রাপ্তি কী? শুভশ্রীর মতে, খ্যাতির শীর্ষে থেকেও ব্যান্ডের সদস্যেরা যে ভাবে মাটিতে পা রেখে চলেন, তা তাঁর মন ছুঁয়েছে। অভিনেত্রীর কথায়, ‘‘অনুরাগীদের সঙ্গে ব্যবহার থেকে শুরু করে, ভারত সম্পর্কে ছোট ছোট কথা— সব মিলিয়ে শ্রোতাদের আরও আপন করে নেন ক্রিস মার্টিন। ওঁদের কাজের মধ্যে যে সততা রয়েছে— সেটা অত দূরে দাঁড়িয়ে থেকেও ওঁদের চোখে প্রতিফলিত হচ্ছিল।’’
গত কয়েক বছর ধরেই তাদের শোয়ে সবুজায়নের পক্ষে বার্তা দিচ্ছে ‘কোল্ডপ্লে’। কার্বন বর্জন করে পরিবেশবান্ধব উপায়ে কনসার্ট করে এই ব্যান্ড। শুভশ্রী বললেন, ‘‘ওখানে উপস্থিত থেকে শুধু মনে হচ্ছিল, আমরাও যেন ওদের ওই মহা উদ্যোগের একটা ক্ষুদ্র অংশ হতে পেরেছি।’’ পাশাপাশি অনুষ্ঠানের প্রযোজনার মানেরও প্রশংসা করলেন শুভশ্রী।
শুভশ্রীর সঙ্গে কনসার্টে উপস্থিত ছিলেন রাজ। তাঁর কী প্রতিক্রিয়া? শুভশ্রী জানালেন, অনুষ্ঠান শেষ হওয়ার পর দম্পতি বেশ কিছু ক্ষণ চুপ ছিলেন। বললেন, ‘‘রাতে একসঙ্গে আমরা কনসার্ট নিয়ে আলোচনা করেছি। এমনকি কলকাতায় ফেরার পথেও আমাদের আলোচনা হয়েছে। এখনও ঘোর কাটেনি। আগামী বহু বছর এই অভিজ্ঞতা ভুলতে পারব না।’’