অভিনেত্রী রুকমা রায়। ছবি: ফেসবুক।
তারকাদের ইদানীং সমাজমাধ্যমে নিজেদের উপস্থিতি জাহির করতেই হয়। কারণ, অনুরাগীদের কাছে পৌঁছনোর সবচেয়ে সহজ উপায় সমাজমাধ্যম। আর এই সমাজমাধ্যমকে নিয়েই বিপাকে পড়েছেন অভিনেত্রী রুকমা রায়।
বুধবার সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। সেই ভিডিয়োয় রুকমা ছাড়াও উপস্থিত রয়েছেন সন্দীপ্তা সেন। ভিডিয়োর ক্যাপশনে অনিন্দ্য লিখেছেন, ‘‘কোনটা আসল কোনটা নকল বুঝতে শিখুন।’’ এই মুহূর্তে রুকমা ও সন্দীপ্তা ‘নষ্টনীড় ২’ ওয়েব সিরিজ়ের শুটিং করছেন। ওই ভিডিয়োটি শুটিং ফ্লোরেই তুলেছেন অনিন্দ্য। ভিডিয়ো থেকে জানা যাচ্ছে, ফেসবুকে রুকমার একটি ফেক অ্যাকাউন্ট রয়েছে। সেই প্রোফাইলের অনুসরণকারীর সংখ্যা ১০ লক্ষ ৩০ হাজার। কিন্তু রুকমার নিজের প্রোফাইলে ৪৭ হাজার ও তাঁর যে অফিশিয়াল পেজটি রয়েছে, তার অনুসরণকারী মাত্র সাড়ে চার হাজার! বিষয়টা নিয়ে সমস্যায় পড়েছেন অভিনেত্রী।
আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হলে রুকমা জানালেন, নকল প্রোফাইলটি কে বা কারা তৈরি করেছে, তা তাঁর জানা নেই। তিনি বললেন, ‘‘এখন বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করতে গেলে প্রচারের জন্য সমাজমাধ্যমের ফলোয়ার কত, তা তাদের জানাতে হয়। কিন্তু সেখানে আমি ফেসবুকটা দিতে পারি না। কারণ, আমার তো সেখানে ফলোয়ার কম!’’
নকল প্রোফাইলটি সম্পর্কে অনুরাগীদের ওয়াকিবহাল করতে রুকমা কি কোনও পদক্ষেপ করবেন? অভিনেত্রী বললেন, ‘‘এর আগেও নকল প্রোফাইলের লিঙ্ক দিয়ে সকলকে সচেতন করতে চেয়েছি। কিন্তু, কোনও লাভ হয়নি।’’
তবে রুকমার অনুমান, তাঁর কোনও অনুরাগীই নকল প্রোফাইলটি তৈরি করেছেন। কারণ, অভিনেত্রী নিজে কিছু পোস্ট করলেই তৎক্ষণাৎ সেটি নকল প্রোফাইলেও চলে যায়। রুকমার কিন্তু সে জন্য কোনও ক্ষোভ নেই। তিনি বললেন, ‘‘আমাকে কেউ ভালবেসে এতটা যত্ন নিয়ে কাজটা করছেন। তিনি হয়তো জানেনও না যে, তাঁর জন্য আমার সমস্যা হচ্ছে। তিনি যদি সত্যিই আমার কথা ভাবেন, তা হলে যেন পেজটা বন্ধ করে দেন, এটুকুই চাই।’’