‘পুলিশ’ ছবিতে টোটা রায়চৌধুরীর লুক। ছবি: সংগৃহীত।
শুক্রবার অক্ষয় তৃতীয়ার দিন তাঁর নতুন ছবি ‘শপথ ২’-এর বিশেষ ঝলক প্রকাশ করলেন টোটা রায়চৌধুরী। একটু ভুল হল বলায়, ছবির নাম বদলে করা হয়েছে ‘পুলিশ’। দীর্ঘ সময় পর মূল ধারার বাণিজ্যিক ছবিতে ফিরছেন টোটা। জানালেন তাঁর মনের কথা।
রাজা চন্দ পরিচালিত এই ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন টোটা। চরিত্রের নাম রণদীপ রায়। এর আগে সমাজমাধমে দেওযা একই সিনেমার একটি ভিডিয়োয় টোটার নাচের ঝলক মিলেছিল। শুক্রবার সেখানে বড় বদল। দুষ্টের দমন করতে দেখা যাচ্ছে পর্দায় ‘পুলিশরূপী’ অভিনেতাকে।
ছবির নাম হঠাৎ বদলে গেল কেন? টোটা বললেন, ‘‘আসলে ‘শপথ ২’ ছিল আমাদের ‘ওয়ার্কিং টাইটেল’। এ বার চূড়ান্ত নাম স্থির হতেই নামটা ঘোষণা করা হল।’’
‘ফিটনেস’ এবং ‘অ্যাকশনে’ পারদর্শিতার জন্য কেরিয়ারের শুরুর দিকে পর পর পুলিশের চরিত্রে অভিনয় করেছিলেন টোটা। চেনা মাঠে ফিরতে পেরে উচ্ছ্বসিত অভিনেতা। হেসে বললেন, ‘‘বাণিজ্যিক ছবিই আমাকে ইন্ডাস্ট্রিতে পরিচিতি দিয়েছিল। আমি কিন্তু শুধু অন্য ধারার ছবিতে অভিনয় করার জন্য ইন্ডাস্ট্রিতে আসিনি!’’ কিন্তু গত ১০ বছরে বাংলা ছবির ধারা বদলে গিয়েছে বলেই সমান্তরাল ঘরানার ছবিতে তাঁকে অভিনয় করতে হয়েছে বলে জানালেন টোটা।
সম্প্রতি, টলিপাড়ায় ‘সেন্টিমেন্টাল’, ‘মির্জ়া’র মতো ছবির মাধ্যমে ‘মশালা’ বাণিজ্যিক ছবিকে ফিরিয়ে আনার চেষ্টা হয়েছে। টোটার মতে, নির্মাতারা বাণিজ্যিক ছবির উপর জোর না দিলে দর্শকও প্রেক্ষাগৃহে ফিরবেন না। তাঁর যুক্তি, ‘‘যাঁরা ছবি তৈরি করেন, বছরে অন্তত ছ’টা বাণিজ্যিক ছবি তৈরি না করলে বড় সংখ্যক দর্শকের কাছে আমরা পৌঁছতেই পারব না।’’
একই সঙ্গে শহুরে দর্শক বা চলচ্চিত্র উৎসবের কথা মাথায় রেখে যে সমস্ত ছবি তৈরি হয়, সেগুলিকেও ছোট করছেন না টোটা। তাঁর কথায়, ‘‘ওই ছবিগুলিও তো বাংলা ইন্ডাস্ট্রির গৌরব! অতীতে অঞ্জন চৌধুরী, প্রভাত রায়ের পাশাপাশি ঋতুপর্ণ ঘোষ ও গৌতম ঘোষ তো একই সঙ্গে কাজ করতেন। শান্তিপূর্ণ সহাবস্থান তো হতেই পারে।’’
বলিউডে আগেই রোহিত শেট্টির ‘পুলিশ ব্রহ্মাণ্ড’ তৈরি করেছেন। বাংলায় এক সময় শোনা গিয়েছিল পরিচালক রাজ চক্রবর্তী সে রকম উদ্যোগ নিতে পারেন। সেখানে টোটা এই ধরনের ছবি নিয়ে আসছেন বলে খুশি তাঁর অনুরাগীরা। অভিনেতা বললেন, ‘‘অ্যাকশন আমার খুবই পছন্দের ঘরানা। বছর আটেক পর আবার মনে হল যেন নিজের শিকড়ে ফিরে এলাম।’’
অবশ্য মাঝে ‘মুখোশ’ ছবিতে টোটাকে অ্যাকশন করতে দেখেছেন দর্শক। তবে সেই ছবি অভিনেতার কথায় অনেকটাই ‘সেরিব্রাল’, ‘মশালা অ্যাকশন’ ছবি নয়। এতগুলি বছর বাণিজ্যিক ছবি থেকে দূরত্বে থাকলেও টোটার যে অনুশীলনে কোনও খামতি ছিল না, সে কথাও জোর গলায় স্পষ্ট করলেন অভিনেতা। হেসে বললেন, ‘‘ছবির ঝলক দেখলেই দর্শক সেটা বুঝতে পারবেন।’’