জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
টলিপাড়ার কর্মপদ্ধতি নিয়ে মাঝেমধ্যেই নানা গুঞ্জন ছড়ায়। কারও মতে, ইন্ডাস্ট্রিতে প্রতিভার কদর নেই। আবার কারও মতে, বাংলায় কারও প্রতি পক্ষপাত করা হয় না। বুধবার অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের একটি পোস্ট এই চর্চায় নতুন মাত্রা যোগ করেছে।
ফেসবুকে জয়জিৎ একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘‘ট্যালেন্ট দরকার নেই, তেল অন্ত এখন আসল।’’ হঠাৎ ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন কেন অভিনেতা? আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হলে জয়জিৎ বললেন, ‘‘এটাই তো এখন বাংলার সংস্কৃতি। রাজনীতি থেকে শুরু করে ইন্ডাস্ট্রি— সর্বত্র প্রতিভার কদর নেই।’’ জয়জিতের মতে, ইন্ডাস্ট্রিতে ‘তেলবাজি’ এবং ‘পিআর’ যাঁদের ভাল, তাঁরাই বেশি সুযোগ পেয়ে থাকেন। জয়জিতের কথায়, ‘‘সেখানে প্রতিভা অনেক সময়েই গৌণ হয়ে যায়। শিল্পী মানেই তো আবেগ। তাঁরা একটু মুডি হতেই পারেন। শিল্পীরা তো যন্ত্র নন!’’
ইন্ডাস্ট্রিতে ২৫ বছর কাটিয়েছেন জয়জিৎ। তিনি কি নিজে এমন কোনও ঘটনার সাক্ষী থেকেছেন? অভিনেতার বক্তব্য, ‘‘নিজের সঙ্গে না ঘটলে কি লেখা যায় না! চোখের সামনে দেখছি। খবর পাচ্ছি। তাই লিখেছি।’’ নতুন কাজ পাওয়ার ক্ষেত্রে ইদানীং বেশ কিছু সমস্যার দিকে আলোকপাত করলেন জয়জিৎ। তাঁর কথায়, ‘‘ভাল কাজ করলেও দেখেছি, কাজ চেয়েই যেতে হয়।’’ পাশাপাশি, একই মুখের পুনরাবৃত্তি যে দর্শক আর চাইছেন না, সে কথাও উল্লেখ করলেন তিনি। তাঁর কথায়, ‘‘ছবি, ওয়েব সিরিজ়েও তো একই মুখ! দুঃখের বিষয়, নতুন প্রতিভা তো উঠে আসছে না।’’
কথাপ্রসঙ্গেই জয়জিৎ টলিপাড়ায় অল্প সময়ের মধ্যে একাধিক ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার উদাহরণ দিলেন। বললেন, ‘‘কম পারিশ্রমিকে নতুনদের নিয়ে কাজ করলে একটা সময়ের পর গুণমান থাকছে না। টিআরপির নম্বর কম হলে ধারাবাহিক বন্ধ হচ্ছে।’’ পাশাপাশি জয়জিৎ জানালেন, প্রথম সুযোগেই সফল না হতে পারলে তাকে বাদ দেওয়াও হচ্ছে। অভিনেতার কথায়, ‘‘আমরা কি এক দিনে অভিনেতা হয়েছি নাকি! আমি তো সব ধরনের চরিত্র করেছি। আর এখন শুরুতেই নায়ক-নায়িকা করে দেওয়া হচ্ছে। তার পর না পারলে বাদ।’’
এই পরিস্থিতিতে কী ভাবে বদল আনা যেতে পারে, তা নিয়েও জয়জিৎ ধাঁধায় রয়েছেন। তাঁর কথায়, ‘‘আমার একার উপর নির্ভর করে তো ইন্ডাস্ট্রি চলে না। এটা নির্ভর করে প্রযোজকদের উপর। তার উপর ধারাবাহিক হলে সেখানে এখন চ্যানেলেরও নানা বক্তব্য থাকে।’’ সাম্প্রতিক ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সকলে মিলে আলোচনা করলেই সমস্যার সমাধান হতে পারে বলে মনে করছেন জয়জিৎ।
গত কয়েক মাস ধারাবাহিক থেকে দূরে রয়েছেন জয়জিৎ। কাজ নেই বলে কি তিনি চিন্তিত? অভিনেতা বললেন, ‘‘একদমই নয়। একটা মেগা শেষ হলে দু-তিন মাস বিরতি হতেই পারে। নতুন ছবি আর ওয়েব সিরিজ়ের কথাও চলছে।’’ হাতে সময় আছে বলে নিজের লুক নিয়ে পরীক্ষানিরীক্ষা করছেন জয়জিৎ। পাশাপাশি, ছোট ছোট নতুন ভিডিয়ো কনটেন্টও তিনি সমাজমাধ্যমে পোস্ট করছেন। অভিনেতার কথায়, ‘‘আমি ভেবেছিলাম, কেউ দেখবে না। কিন্তু মানুষের তরফে দারুণ সাড়া পাচ্ছি।’’