Bappi Lahiri Death

Bappi Lahiri Death: মামা কিশোর কুমারের ছবি দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ, দেখুন তো চিনতে পারেন কি না

অসুস্থ ছিলেন বেশ কিছু কাল। মাস খানেক হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরেছিলেন কিছু দিন আগে। মঙ্গলবার মধ্য রাতে অবসট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় সুরকার এবং গায়ক বাপ্পি লাহিড়ি। তাঁর প্রয়াণ যেন আরও এক নক্ষত্রপতন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২ ১২:৩৫

সকাল সকালই ভারতীয় সঙ্গীতের জগৎ ফের আঁধার। গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ির প্রয়াণ যেন আরও এক নক্ষত্রপতন। একাধিক প্রজন্মের কাছে বাপ্পি লাহিড়ি ছিলেন ‘গোল্ড ম্যান’ বা ‘ডিস্কো বয়’। বড় পর্দায় ‘গোল্ড ম্যান’-এর অভিষেক হয়েছিল মামা কিশোর কুমারের হাত ধরে।

১৯৭৪ সালে কিশোর কুমার পরিচালিত কমেডি ছবি ‘বড়তি কা নাম দাড়ি’ ছবিতে ক্যামেরার সামনে অভিষেক বাপ্পি লাহিড়ীর। তাঁর সঙ্গে সেই দৃশ্যে ছিলেন কিশোর কুমার এবং অমিত কুমার। ২০২১ সালের এক ইনস্টাগ্রাম পোস্টে ‘ডিস্কো বয়’ নিজেই জানিয়েছিলেন এ কথা।

Advertisement

‘বড়তি কা নাম দাড়ি’-তে বাপ্পির সঙ্গে অভিনয় করেন অশোক কুমার, অমিত কুমার, কিশোর কুমার প্রমুখ অভিনেতারা।

অসুস্থ ছিলেন বেশ কিছু কাল। মাস খানেক হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরেছিলেন কিছু দিন আগে। মঙ্গলবার মধ্যরাতে অবসট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় সুরকার-গায়ক বাপ্পি লাহিড়ি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement