Abhishek Bachchan

বচ্চন পদাবির মর্যাদা কি রাখতে পারবে আরাধ্যা! দোলাচলে বাবা অভিষেক

দাদু হরিবংশ রাই বচ্চন খ্যাতনামী কবি। বাবা অমিতাভ বচ্চন ভারতীয় সিনেমার মহাতরকা। অভিষেকে ২৫ বছর কাটিয়ে ফেলেছেন ভারতীয় চলচ্চিত্র জগতে। মেয়ে আরাধ্যাকে নিয়ে কী দোলাচলে অভিনেতা!

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৫:২৪
আরাধ্যাকে নিয়ে কোন চিন্তা বাবা অভিষেকের।

আরাধ্যাকে নিয়ে কোন চিন্তা বাবা অভিষেকের। ছবি: সংগৃহীত।

বলিউডে যে বচ্চনদের আলাদা একটা মর্যাদা রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। অমিতাভ বচ্চনের পরিবার নিয়ে এমনিতেই কৌতূহলের অন্ত নেই। এই মুহূর্তের বচ্চনদের তৃতীয় প্রজন্ম অর্থাৎ অভিষেক বচ্চন কাজ করছেন বলিউডে। পুত্রবধূ ঐশ্বর্যা রাই বচ্চন পরিবারের বধূ হওয়ার পর থেকে কাজ কমিয়েছেন। সন্তান ও ঘর সংসার নিয়ে দিন কাটছে প্রাক্তন বিশ্ব সুন্দরীর।

Advertisement

দাদু হরিবংশ রাই বচ্চন ছিলেন খ্যাতনামী কবি। বাবা অমিতাভ বচ্চন ভারতীয় সিনেমার মহাতরকা। ছেলে অভিষেকের হিন্দি সিনেমায় অভিষেক হয় ২০০০ সালে। প্রায় ২৫ বছর কাটিয়ে ফেললেন অভিষেক। যদিও এতগুলি বছরে অনেক ওঠা পড়া দেখছেন। সহ্য করতে হয়েছে সমালোচনা। এর মধ্যেই বড় হয়ে উঠছে বচ্চনদের আগামী প্রজন্ম অর্থাৎ অভিষেকের মেয়ে আরাধ্যা বচ্চন। এ বার মেয়েকে নিয়ে কী বললেন বাবা অভিষেক?

নিজের ২৫ বছর পূর্ণ হয়েছে ইন্ডাস্ট্রি। জীবনে ঝড়ঝাপটা এলেও বচ্চন পদবির ভার সব সময় রক্ষা করে এসেছেন। নিজের নাম ও পদবি নিয়ে গর্বিত, নিজেই জানান অভিষেক। এই মুহূর্তে নিজের কেরিয়ারে বিরতি নিয়েছেন। তবে তিনি আশাবাদী ২০২৫ থেকে নতুন একটা অধ্যায় শুরু হবে। এই মুহূর্তে মেয়ে আরাধ্যা কিশোরী। অভিনয়ে ঝোঁক রয়েছে তারও। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে বরাবর মঞ্চে অভিনয় করতে দেখা যায় তাকে। যদিও আরাধ্যার ব্যবহার ও সুশিক্ষার প্রশংসা হয় নেটমহলে। মেয়েকে নিয়ে আশাবাদী বাবাও। অভিষেক বলেন, ‘‘আমি আশা করব আরাধ্যাও এই পদবির মর্যাদা রাখতে পারবে।’’

Advertisement
আরও পড়ুন